ঢাকা : | বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১
প্রকল্পের উদ্বোধন শেষে মোনাজাত আদায়
গত শুক্রবার বাদ জুম’আ গঙ্গাচড়ার মহিপুর এলাকায় বারী চ্যারিটি ফাউন্ডেশনের সার্বিক সহযোগীতায় আমেরিকান প্রবাসী আসেফ বারী টুটুল এর পৃষ্ঠপোশকতায় নিজস্ব জমিতে মসজিদ,মাদ্রাসা,এতিমখানা ও দাতব্য চিকিৎসা কেন্দ্র প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়। সুবিধা বঞ্চিত শিশুদের মৌলিক চাহিদা পূরণ এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজের লক্ষ্যে বারী চ্যারিটি ফাউন্ডেশন গঠন করা হয়। উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক(ইউ,এস) আমেরিকান প্রবাসী আসেফ বারী টুটুল।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রংপুর ১ আসনের এম,পি আলহাজ্জ মশিউর রহমান রাঙ্গা।
বক্তব্য রাখছেন আলহাজ মশিউর রহমান রাঙ্গা এমপি
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা,গঙ্গাচড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ রুহুল আমিন,নির্বাহী পরিচালক বারী ফাউন্ডেশন(রংপুর) আবু বকর বারী মিঠু,আলহাজ্জ রাফিয়া আক্তার নাজনিন,আলহাজ্জ মেহজাবিন ইয়াসমিন নাজমা,মোছাঃনাসিমা ইয়াসয়ামিন,মুনমুন হাসিনা,আদিব বারী,রাজিয়া সুলতানা জুই, লক্ষ্মীটারি ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদি,সাবেক চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান মাবু,সেরাজেম থেরাপি সেন্টার রংপুরের ব্যবস্থাপনা পরিচালক শাহজালাল উদ্দিন,বিশিস্ট সমাজসেবক ও সাহিত্য-সাংস্কৃতিক ব্যক্তিত্ব জিয়াউল আলম ফারুকী,নূর -ই- আলম সিদ্দিকী,আলহাজ্জ মুশফিকুর রহমান সহ গন্যমান্য আরো অনেকে উপস্থিত ছিলেন।
মাওলানা কেরামত আলী জৈনপুরী (রহঃ)পবিত্র পদস্পর্শ ধন্য ঐতিহ্যবাহী মহিপুর জামে মসজিদ পরিদর্শন,জুমুআ আদায় ও উন্নয়ন মূলক আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বারী চ্যারিটি ফাউন্ডেশনের এই মহতি উদ্দ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ এবং উৎসাহ প্রদান করেন।
Posted ১০:০২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh