বাংলাদেশ অনলাইন : | শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০
এক রোগীর পেট কেটে প্রায় ৩৮০ মার্কিন ডলার বা ৩২ হাজার টাকা বের করেছেন এক চিকিৎসক। ঘটনাটি ঘটেছে মিসরের রাজধানী কায়রোর কাসর এল এইনি হাসপাতালে।
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, তীব্র পেট ব্যথা নিয়ে হাসপাতালটিতে ভর্তি হয়েছিলেন ওই রোগী। চিকিৎসকের কাছে স্বীকার করেছিলেন, বেশ কিছুদিন আগে কিছু টাকা তিনি গিলে ফেলেছেন।
চার ঘণ্টা ধরে অস্ত্রোপচার করে ওই রোগীর প্রাণ রক্ষা করেছেন চিকিৎসক। টাকা গিলে ফেলায় রোগীটি পেটে মারাত্মক সংক্রমণে ভুগছেন। তার পাকস্থলী থেকে প্রায় সাড়ে ছয় হাজার পাউন্ডের চারটি বান্ডেল বের করেন ডা. আবদুল রহমান মোস্তফা। টাকার বান্ডিলের পাশাপাশি তার পেট থেকে পয়সা, ৩৯টি পেরেক, ক্লিপার ও একটি লাইটারও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।
টাকা ও এমনতর জিনিসপত্র খেয়ে তাদের কাছে আসা এ ধরনের রোগী এটিই প্রথম নন বলে জানান ডা. মোস্তফা।
Posted ৬:২১ পূর্বাহ্ণ | শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh