বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
সিভিল কোর্টের বিচারক পদে ডেভিয়্যান ড্যানিয়েলস
নিউইয়র্কের কুইন্স কাউন্টি সিভিল কোর্টের বিচারক পদে ডেমোক্রেটিক প্রাইমারীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ আইনজীবী ডেনিভ্যান ড্যানিয়েলস। কুইন্স সিভিল কোর্টের আওতাধীন এলাকাগুলো হচ্ছে; বেলরোজ, সেন্ট অ্যালবানস, ব্রায়ারউড, ক্যাম্্িরয়া হাইটস, হলিস, জ্যামাইকাম রচডেল, লরেনটন, স্প্রিংফিল্ড গার্ডেন্স ও কুইন্স ভিলেজ। চলতি বছর নিউইয়র্ক সিটিজুড়ে সিভিল কোর্টগুলোতে বিচারকের ১৯টি শূন্যপদ রয়েছে এবং এর মধ্যে ১০টি পদে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন আইনজীবী হিসেবে তারা দশ বছর বা এর অধিক সময় যাবত কাজ করছেন। ডেমোক্রেটিক প্রাইমারী অনুষ্ঠিত হবে আগামী ২২ জুন এবং ইতিমধ্যে গত ১২ জুন থেকে আগাম ভোট গ্রহণ শুরু হয়েছে, যা শেষ হবে আগামী ২০ জুন। কুইন্স সিভিল কোর্টের বিচারক পদে নির্বাচিত হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন ডেভিয়্যান।
দুই দশকের অধিক সময় যাবত কুইন্সে বাসিন্দা ডেভিয়্যান ড্যানিয়েলস ২০০৭ সালে নিউইয়র্ক স্টেটে এটর্নি হিসেবে আইন পেশায় যোগ দিয়ে সিভিল কোর্ট, ফ্যামিলি কোর্ট, ফেডারেল কোর্ট, সুপ্রীম কোর্ট ও সারোগেঁটস কোর্টে বিভিন্ন ধরনের মোকদ্দমা পরিচালনা ও মামলা নিস্পত্তির দায়িত্ব পালন করেছেন। তিনি কমিউনিটি সদস্যদের স্বার্থ রক্ষার জন্য আদালত কক্ষের বাইরে অনেক আইনগত সমস্যা নিস্পত্তিতে ভূমিকা রেখে সুনাম অর্জন করেছেন। সাধারণ নাগরিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ ও বেকার কর্মজীবীদের পক্ষে আদালতের শুনানিতে অংশগ্রহণ করেছেন। তাঁর আইনগত কার্যক্রমের বাইরে তিনি ডিষ্ট্রিক্ট ২৮ এর কমিউনিটি কাউন্সেলর হিসেবে স্থানীয় নাগরিকদের আইনগত ইস্যুগুলো সমাধান করছেন। এর আগে পাঁচ বছর পর্যন্ত তিনি ডিষ্ট্রিক্ট ৭ ও ১৪ এর কমিউনিটি কাউন্সেলরের দায়িত্ব পালন করেছেন।
বিচারিক অভিজ্ঞতার ক্ষেত্রেও ডেভিয়্যান বেশ অগ্রসর। তিনি মেট্টোপলিটান ট্রানজিট অথরিটির (এমটিএ) ট্রানজিট এডজুডিকেশনস ব্যুরোর মধ্যস্থকারীর দায়িত্ব পালন করেছেন দক্ষতার সঙ্গে। এছাড়া কুইন্স কাউন্টি সিভিল কোটের স্মল ক্লেইমস পার্টে স্বেচ্ছাসেবী মধ্যস্থকারী হিসেবেও কাজ করেছে তার আইনি দক্ষতা দিয়ে। উল্লেখ্য, ডেভিয়্যান ড্যানিয়েলস গায়ানা বংশোদ্ভুত ইমিগ্রান্ট, যিনি আট বছর বয়সে যুক্তরাষ্ট্রে অভিবাসী হন এবং ব্রুকলিন টেকনিক্যাল হাইস্কুলে পড়াশোনার পর বায়ো-মেডিসিন মেজর নিয়ে অ্যালিঘেনি কলেজ থেকে গ্রাজুয়েশন করেন পলিটিক্যাল সায়েন্সে। এরপর তিনি কিউনি ল’ স্কুল থেকে আইনে ডিগ্রি নেন। কিউনিতে থাকাকালে তিনি নিউইয়র্ক সিটি ক্রিমিনাল কোর্টে চিফ কোর্ট এটর্নির অফিসে ইন্টার্ন করেছেন। ২০০৭ সালে নিউইয়র্ক স্টেট বার এ যোগ দেয়ার পর তিনি ইন্টার্ন ডিষ্ট্রিক্ট অফ নিউইয়র্ক, সাউদার্ন ডিষ্ট্রিক্ট অফ নিউইয়ক ও ওয়েষ্টার্ন ডিষ্ট্রিক্ট অফ নিউইয়র্কে প্রাকটিস করেন। আইন পেশায় বর্ণাঢ্য জীবনের অধিকারী ডেভিয়্যান ড্যানিয়েলস কুইন্স সিভিল কোর্টের বিচারক পদে নির্বাচিত করার জন্য সংশ্লিষ্ট এলাকার ভোটারদের প্রতি আহবান জানিয়েছেন। তিনি নির্বাচিত হলে তার দক্ষতা, আবেগ ও অভিজ্ঞতা দিয়ে পক্ষপাতহীনভাবে কুইন্স কাউন্টির স্বার্থ ও মূল্যবোধের প্রতিনিধত্ব করবেন।
Posted ১২:৩৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh