বাংলাদেশ অনলাইন : | সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
হামলাকারীর ওপর ঝাপিয়ে পড়ে অস্ত্র ছিনিয়ে নিচ্ছে মুসলিম যুবক আহমেদ। ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সৈকতে প্রাণঘাতী হামলার সময় জীবন বাজি রেখে অস্ত্রধারীকে নিরস্ত্র করা এক পথচারীকে ঘিরে বিশ্বজুড়ে প্রশংসার জোয়ার উঠেছে। নিরস্ত্র অবস্থায় হামলাকারীর কাছ থেকে রাইফেল ছিনিয়ে নেওয়া আহমেদ আল আহমেদকে ‘বীর’ ও ‘প্রকৃত নায়ক’ হিসেবে আখ্যা দিচ্ছেন দেশটির নাগরিকরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট ও প্যান্ট পরা ৪৩ বছর বয়সী ফলের দোকানি আহমেদ আল আহমেদ একটি গাড়ির আড়াল থেকে হঠাৎ দৌড়ে গিয়ে কালো শার্ট পরা এক সশস্ত্র ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়েন। ওই ব্যক্তির হাতে একটি রাইফেল ছিল। পেছন দিক থেকে আক্রমণ করে মুহূর্তের মধ্যেই অস্ত্রটি ছিনিয়ে নেন এবং সেটি হামলাকারীর দিকেই তাক করেন।
ভিডিওতে আরও দেখা যায়, অস্ত্রধারী ব্যক্তি ধীরে ধীরে একটি সেতুর দিকে পিছিয়ে যেতে থাকেন। সেখানে আরেকজন হামলাকারী অবস্থান করছিলেন। একপর্যায়ে আহমেদ রাইফেলটি মাটিতে রেখে দেন। তার এই সাহসী পদক্ষেপে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তা বিশ্লেষকেরা।
নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের প্রধানমন্ত্রী ক্রিস মিনস আহমেদ আল আহমেদকে ‘প্রকৃত নায়ক’ আখ্যা দিয়ে বলেন, এটি তার দেখা সবচেয়ে অবিশ্বাস্য দৃশ্যগুলোর একটি। তিনি বলেন, ‘এই মানুষের সাহসিকতার কারণেই আজ রাতে অসংখ্য মানুষের প্রাণ বেঁচে গেছে।’
হনুকা ইহুদি ধর্মীয় উৎসব উপলক্ষে আয়োজিত ওই সমুদ্রসৈকত অনুষ্ঠানে গোলাগুলির ঘটনায় একজন সন্দেহভাজন হামলাকারী নিহত হন এবং আরেকজন গুরুতর আহত হন। হামলায় অন্তত ১১ জন নিহত এবং আরও এক ডজন মানুষ আহত হয়েছেন। এ ঘটনায় তৃতীয় কোনো হামলাকারী জড়িত ছিল কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ঘটনার পরপরই ওই সাহসী পথচারীর পরিচয় নিশ্চিত করা যায়নি। তবে অস্ট্রেলিয়ার স্থানীয় সংবাদমাধ্যম সেভেন নিউজ তাকে আহমেদ আল আহমেদ হিসেবে শনাক্ত করেছে। প্রতিবেদনে বলা হয়, অপর এক হামলাকারী তাকে লক্ষ্য করে গুলি ছুড়েছিল। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজও বিপদের মুখে এগিয়ে আসা সাধারণ নাগরিকদের ভূয়সী প্রশংসা করেছেন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এরা সবাই নায়ক। তাদের সাহসিকতা মানুষের জীবন বাঁচিয়েছে।’
সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসা থামছে না। এক ব্যবহারকারী এক্সে লেখেন, ‘বেশির ভাগ মানুষ বিপদ দেখলে পালিয়ে যায়। কিন্তু বন্ডি সৈকতে এই মানুষটি তা করেননি।’ আরেকজন লিখেছেন, ‘বন্ডি সৈকতে এক সন্ত্রাসীর কাছ থেকে অস্ত্র কেড়ে নিয়ে এই অস্ট্রেলীয় বহু প্রাণ বাঁচিয়েছেন। তিনিই আমাদের নায়ক।’
Posted ১০:২৩ পূর্বাহ্ণ | সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh