রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ | ৬ পৌষ ১৪৩২

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

আরব বসন্তের ১৫ বছর : ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টরা কে কোথায়

বাংলাদেশ অনলাইন :   |   বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

আরব বসন্তের ১৫ বছর : ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টরা কে কোথায়

ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টরা কে কোথায়। ছবি : সংগৃহীত

২৬ বছর বয়সী তিউনিসীয় ফেরিওয়ালা মোহাম্মদ বৌআজিজি পুলিশের হয়রানি ও রাষ্ট্রীয় অবহেলার প্রতিবাদে নিজের গায়ে আগুন দেন। ১৫ বছর আগের এ ঘটনার মধ্য দিয়েই শুরু হয় আরববিশ্বের ইতিহাস বদলে দেওয়া গণআন্দোলন, যা পরিচিতি পায় ‘আরব বসন্ত’ নামে।

বেকারত্ব, দুর্নীতি, দমন-পীড়ন ও দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা শাসকদের বিরুদ্ধে ক্ষোভে উত্তাল হয়ে ওঠে তিউনিসিয়া। মাত্র ২৮ দিনের আন্দোলনে ২৩ বছর ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট জিন এল আবিদিন বেন আলি ক্ষমতাচ্যুত হন। এ অভ্যুত্থান থেকে অনুপ্রাণিত হয়ে ২০১১ সালে মিশর, লিবিয়া, ইয়েমেন ও সিরিয়ায় ছড়িয়ে পড়ে গণবিক্ষোভ। এর ফলে পাঁচজন দীর্ঘদিনের শাসক ক্ষমতা হারান। সেই নেতারা এখন কোথায়—তা নিয়েই আলজাজিরার এ প্রতিবেদন।

তিউনিসিয়া: ১৯৮৭ সালে তৎকালীন প্রধানমন্ত্রী হিসেবে আজীবন প্রেসিডেন্ট হাবিব বুরগিবাকে শাসনের অযোগ্য ঘোষণা করে ক্ষমতা দখল করেন বেন আলি। সাবেক নিরাপত্তা প্রধান হিসেবে তিনি কঠোর দমননীতি, নিরাপত্তা

সংস্থা-নির্ভর শাসন ব্যবস্থা ও অনুগত রাজনৈতিক দল গড়ে তোলেন। অর্থনীতি কিছুটা খুলে দিলেও দুর্নীতি, বৈষম্য ও গণমাধ্যম সেন্সরশিপ তীব্র আকার ধারণ করে। ২০১০ সালের ১৭ ডিসেম্বর বৌআজিজির আত্মাহুতির পর দেশজুড়ে ক্ষোভ বিস্ফোরিত হয়। ২০১১ সালের ১৪ জানুয়ারি সরকার ভেঙে দিয়ে জরুরি অবস্থা জারি করে বেন আলি সৌদি আরবে পালিয়ে যান। পরে তিউনিসিয়ার আদালত তার অনুপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ড দিলেও তা কার্যকর হয়নি। ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর সৌদি আরবের জেদ্দায় নির্বাসিত অবস্থায় তার মৃত্যু হয়।

মিশর: ১৯৮১ সালে আনোয়ার সাদাত হত্যাকাণ্ডের পর প্রেসিডেন্ট হন সাবেক বিমানবাহিনী প্রধান হোসনি মোবারক। জরুরি আইন, সেনাবাহিনীর প্রভাব ও দমননীতির মাধ্যমে তিনি তিন দশক ক্ষমতায় থাকেন। দুর্নীতি, বেকারত্ব ও রাজনৈতিক দমন-পীড়নের বিরুদ্ধে ২০১১ সালের ২৫ জানুয়ারি দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়।

১৮ দিনের আন্দোলনের পর ১১ ফেব্রুয়ারি মোবারক পদত্যাগে বাধ্য হন। বিপ্লব চলাকালে বিক্ষোভকারীদের হত্যার অভিযোগে তাকে যাবজ্জীবন সাজা দেওয়া হলেও পরে তা বাতিল হয়। দুর্নীতির মামলায় কিছুদিন আটক থাকলেও ২০১৭ সালে তিনি মুক্তি পান। ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি কায়রোতে তার মৃত্যু হয়।

ইয়েমেন: উত্তর ইয়েমেন ও পরে একীভূত ইয়েমেন শাসন করা সালেহ উপজাতীয় ও সামরিক রাজনীতির কৌশলী খেলোয়াড় হিসেবে পরিচিত ছিলেন। ২০১১ সালের আন্দোলনের পর ২০১২ সালে ক্ষমতা ছাড়তে বাধ্য হন। তবে পরে সাবেক শত্রু হুথিদের সঙ্গে জোট বেঁধে ২০১৪ সালে রাজধানী সানা দখলে সহায়তা করেন। ২০১৭ সালে সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে সমঝোতার চেষ্টা করলে হুথিদের সঙ্গে তার সম্পর্ক ভেঙে যায়। ওই বছরই হুথি বাহিনীর হাতে নিহত হন সালেহ।

লিবিয়া: ১৯৬৯ সালে সামরিক অভ্যুত্থানে রাজতন্ত্র উৎখাত করে ক্ষমতায় আসেন গাদ্দাফি। তেলসম্পদের ওপর ভর করে ব্যক্তিকেন্দ্রিক শাসন ব্যবস্থা গড়ে তোলেন তিনি। ২০১১ সালের ফেব্রুয়ারিতে বেনগাজিতে মানবাধিকারকর্মী গ্রেপ্তারের প্রতিবাদে আন্দোলন শুরু হয়, যা দ্রুত গৃহযুদ্ধে রূপ নেয়।

ন্যাটো অভিযানের সহায়তায় বিদ্রোহীরা আগস্টে ত্রিপোলি দখল করে। অক্টোবরের ২০ তারিখ নিজ শহর সির্তে পালানোর সময় বিদ্রোহীদের হাতে ধরা পড়ে নিহত হন গাদ্দাফি।

সিরিয়া: ২০০০ সালে বাবার মৃত্যুর পর বিশেষ সাংবিধানিক সংশোধনের মাধ্যমে প্রেসিডেন্ট হন বাশার আল-আসাদ। ২০১১ সালে দেরা শহরে স্কুলের দেয়ালে সরকারবিরোধী গ্রাফিতি লেখাকে কেন্দ্র করে যে আন্দোলন শুরু হয়, তা ভয়াবহ গৃহযুদ্ধে রূপ নেয়। প্রায় ১৪ বছর ধরে চলা যুদ্ধে দেশটির অর্ধেকের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়।

২০২৪ সালের ৮ ডিসেম্বর হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বাধীন বিদ্রোহীদের আকস্মিক অভিযানে সিরীয় সেনাবাহিনী ভেঙে পড়ে। দামেস্কে বিদ্রোহীরা ঢোকার পর বাশার আল-আসাদ পরিবারসহ প্লেনে করে রাশিয়ার মস্কোতে পালিয়ে যান এবং সেখানে আশ্রয় নেন।

Posted ১০:২৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.