নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ১৩ মে ২০২১
এস্টোরিয়ায় জাকাত ফাউন্ডেশনের ইফতার বিতরণ
সরকারি উদ্যোগের পাশাপাশি কমিউনিটির বেসরকারি উদ্যোগের সমন্বয় ঘটাতে পারলেই করোনা মহামারির ভয়াবহতা থেকে কমিউনিটিকে আমরা সুরক্ষা দিতে পারবো। নিউ ইয়র্কের এষ্টোরিয়ায় যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার হালাল ফুড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন এসেম্বলিম্যান জোহরান মামদানি। এসময় আরো বক্তব্য রাখেন ষ্টেইট সিনেটর মাইক্যাল জিনারিস, যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার রিজিউনাল ম্যানেজার ইমরান আনসারী, ডেমোক্রেটিক পার্টির ডিষ্ট্রিক লিডার এটর্নি মইন চৌধুরী, এষ্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি জাবেদ উদ্দিন।
জোহরান মামদানি বলেন, করোনাকালে যুক্তরাষ্ট্রসহ বহির্বিশ্বে যাকাত ফাউন্ডেশন যে অনন্য সাধারণ ভূমিকা রেখেছে তা প্রশংসাযোগ্য। তিনি যাকাত ফাউন্ডেশনের প্রজেক্টগুলো সফলতা কামনা করেন। মাইক্যাল জিনারিস বলেন, করোনা মোকাবেলায় সরকারি উদ্যোগের পাশাপাশি যাকাত ফাউন্ডেশনের মতো সংস্থাগুলোর কার্যক্রম অত্যন্ত জরুরি। সমাজের সুবিধা বঞ্চিত মানুষদের কাছে পৌঁছতে যাকাত ফাউন্ডেশন তাঁর কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন এই ষ্টেইট সিনেটর। ইমরান আনসারী বলেন, যাকাত ফাউন্ডেশন বিত্তশালী মানুষদের দানের টাকায় বিশ্বের প্রায় ৪২ টি দেশে দারিদ্র বিমোচনে নানামূখী কার্যক্রম পরিচালনা করে আসছে। ভারতে কভিড-১৯ এর ভয়াবহতার কথা বিবেচনা করে দিল্লীতে জরুরি ভিত্তিতে আক্রান্ত রোগিদের পাশে দাঁড়িয়েছে যাকাত ফাউন্ডেশন। এসব কার্যক্রম অব্যাহত রাখতে ধনাঢ্যব্যাক্তি বর্গের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এটর্নি মইন চৌধুরী বলেন, ব্যক্তি উদ্যোগে আমরা কমিউনিটির পাশে যেভাবে দাড়াচ্ছি, অনুরূপভাবে প্রাতিষ্ঠানিকভাবে যাকাত ফাউন্ডেশনের মতো অর্গানাইজেশনগুলোর কার্যক্রম অব্যাহত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাবেদ উদ্দিন বলেন, এষ্টোরিয়ায় যাকাত ফাউন্ডেশনের কার্যক্রমকে স্বাগত জানাতে পেরে এষ্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি আনন্দিত। ভবিষ্যতে নিউ ইয়র্কে যাকাত ফাউন্ডেশনের কার্যক্রম বেগবান করতে সহযোগিতা অব্যাহত রাখবে এষ্টোরিয়া সোসাইটি। এসময় সোসাইটির সভাপতি সোহেল আহমেদ উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত অনুষ্ঠান শেষে ২০০ প্যাকেট রান্না করা খাবার কমিউনিটির লোকজনের মাঝে বিতরণ করেন অনুষ্ঠানে যোগদানকারী অতিথিরা।
Posted ২:৫২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ মে ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh