বাংলাদেশ অনলাইন : | রবিবার, ১৬ জুন ২০২৪
রাজকুমারী কেট মিডলটন হাত নেড়ে অভিবাদন জানান। ছবি : এএফপি
ক্যানসার চিকিৎসা শুরুর পর প্রথমবারের মতো জনসমক্ষে এসেছেন ওয়েলসের রাজকুমারী কেট মিডলটন। ১৫ জুন (শনিবার) এক সামরিক কুচকাওয়াজে তাকে দেখা গেছে। তার শ্বশুর রাজা তৃতীয় চার্লসের জন্মদিন উদযাপনের আনুষ্ঠানিক কুচকাওয়াজে অংশ নেওয়ার সময় তিনি তার তিন সন্তানের সঙ্গে একটি গাড়িতে চড়ে হাসছিলেন। খবর নিউইয়র্ক টাইমসের।
গত জানুয়ারি মাসে পেটে অস্ত্রোপচারের পর কেটকে দুই সপ্তাহ হাসপাতালে কাটাতে হয়েছিল। এর দুই মাস পর ভিডিও বার্তায় কেট তার দেহে ক্যানসারের উপস্থিতি এবং কেমোথেরাপি নেওয়ার কথা জানান। শনিবার কেট তার তিন ছেলেমেয়েসহ ‘ট্রুপিং দ্য কালার’ নামক সামরিক কুচকাওয়াজে অংশ নেন। তাদের পেছনেই ঘোড়ায় উপবিষ্ট ছিলেন চার্লসের ছেলে ও কেটের স্বামী যুবরাজ উইলিয়াম।
সেন্ট্রাল লন্ডনে ঐতিহ্যবাহী সঙ্গীত ও প্রতিযোগিতায় পূর্ণ ইভেন্টে মানুষের উসাহ ছিল অনেক বেশি চোখে পড়ার মতো। তারা বৃষ্টি উপেক্ষা করে রাস্তার দুপাশে ভীড় করেন এবং কেট যখন যাচ্ছিলেন তখন হাত নেড়ে তাকে অভিবাদন জানান।
Posted ৬:১০ পূর্বাহ্ণ | রবিবার, ১৬ জুন ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh