বাংলাদেশ অনলাইন : | শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩
ছবি : সংগৃহীত
উত্তর কোরিয়াকে অবশ্যই যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট কিম জং উন। তিনি বলেন, উত্তর কোরিয়া এখন যুক্তরাষ্ট্রের নজিরবিহীন হুমকির মুখে রয়েছে।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে জানানো হয়, বুধবার ওয়ার্কার্স পার্টির বছরের শেষ বৈঠক আয়োজিত হয়। এতে উপস্থিত থেকে কিম জং উন দীর্ঘ বক্তব্য দেন। তিনি পরমাণু অস্ত্র, গোলাবারুদ ও বেসামরিক প্রতিরক্ষাসহ সব দিক থেকেই যুদ্ধের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান।
কিম বলেন, কোরিয়া উপদ্বীপের সামরিক পরিস্থিতি ক্রমশ তীব্র হয়ে উঠছে। এর পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র ও তার স্থানীয় মিত্রদের নজিরবিহীন হুমকি। এর মধ্য দিয়ে তিনি দক্ষিণ কোরিয়া ও জাপানের কথা বুঝিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
কিম বলেন, এই হুমকির জবাবে পিয়ংইয়ং সাম্রাজ্যবাদবিরোধী দেশগুলোর সঙ্গে কৌশলগত সহযোগিতা বৃদ্ধি করবে। পাশাপাশি নিজের পরমাণু অস্ত্র ভাণ্ডার বড় করার ঘোষণাও দেন তিনি।
Posted ১১:১৫ অপরাহ্ণ | শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh