বাংলাদেশ অনলাইন : | রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
পুরোনো ছবি
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরস্পরকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বার্তা বিনিময় করেন। শি জিনপিং চীনা সরকার ও জনগণের পক্ষ থেকে প্রেসিডেন্ট পুতিন ও রুশ জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে বলেন, ২০২৩ সালে শতাব্দীর পরিবর্তন ও আন্তর্জাতিক ও আঞ্চলিক বিরূপ পরিস্থিতিতেও, চীন ও রাশিয়ার সম্পর্ক সুষ্ঠু ও স্থিতিশীলভাবে সঠিক পথ অনুসরণ করে এগিয়ে যায়।
গেল এক বছরে আমরা মস্কো ও বেইজিংয়ে দু’বার বৈঠকে মিলিত হই এবং দ্বিপক্ষীয় ও অভিন্ন স্বার্থের সঙ্গে জড়িত আন্তর্জাতিক ও আঞ্চলিক ব্যাপার নিয়ে আন্তরিকভাবে মতবিনিময় করি এবং ব্যাপক মতৈক্যে পৌঁছাই। আমাদের অভিন্ন নেতৃত্বে দু’পক্ষের রাজনৈতিক আস্থা জোরদার হয়, কৌশলগত সহযোগিতা ঘনিষ্ঠতর হয়, এবং পারস্পরিক কল্যাণকর সহযোগিতায় অর্জিত হয় নতুন সাফল্য। চীন ও রাশিয়ার দ্বিপক্ষীয় বাণিজ্য ২০০ বিলিয়ন ডলার অতিক্রম করে।
শি জিনপিং বলেন, চীন ও রাশিয়ার মধ্যে পারস্পরিক কল্যাণকর সহযোগিতা দু’দেশ ও দু’দেশের জনগণের মৌলিক স্বার্থ ও আন্তর্জাতিক প্রত্যাশার সঙ্গে সঙ্গতিপূর্ণ। তিনি আরও বলেন, তার দেশ দু’দেশের পারস্পরিক আস্থা ও সহযোগিতা জোরদার করে, দ্বিপক্ষীয় সম্পর্ককে সঠিক পথে পরিচালিত করতে মস্কোর সঙ্গে কাজ করে যেতে ইচ্ছুক।
Posted ১০:৪০ অপরাহ্ণ | রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh