বাংলাদেশ অনলাইন : | বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
ছবি : তাস
রাশিয়া সফররত উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন তার দেশ সফরের জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন। কিম ১৩ সেপ্টেম্বর (বুধবার) রাশিয়ার দূরপ্রাচ্যের আমুর অঞ্চলের একটি মহাকাশ গবেষণাকেন্দ্রে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করে এ আমন্ত্রণ জানান। উত্তর কোরিয়ার আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যম ভয়েজ অব কোরিয়া বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, পুতিন কিমের ওই আমন্ত্রণ গ্রহণ করেছেন।সুবিধাজনক সময়ে তিনি পিয়ংইয়ং সফরে যাবেন বলেও আশ্বাস দিয়েছেন বলে দাবি করে কোরীয় গণমাধ্যমটি। খবর তাসের। তবে এর আগে রুশ প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকোভ জানিয়েছেন, এই মুহুর্তে উত্তর কোরিয়া সফরের কোনো পরিকল্পনা নেই পুতিনের।
পুতিনের সঙ্গে বৈঠকে কিম জং উন বলেন, রাশিয়া তার জাতীয় সার্বভৌমত্ব এবং দেশের নিরাপত্তা রক্ষার যুদ্ধে পশ্চিমা শক্তিগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এ অবস্থায় উত্তর কোরিয়া সব সময় রাশিয়ার পাশে থাকবে। আমুর অঞ্চলের ভসটোচনি কসমোড্রোম মহাকাশকেন্দ্রে বুধবার রাশিয়া এবং উত্তর কোরিয়ার দুটি প্রতিনিধি দলের বৈঠক হয়। পরে একান্ত বৈঠক করেছেন প্রেসিডেন্ট পুতিন ও কিম জং উন। বৈঠকটি পুরো এক ঘণ্টা স্থায়ী হয়। সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
Posted ১০:৫৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh