বাংলাদেশ অনলাইন : | বুধবার, ১১ মে ২০২২
ভারতের পশ্চিমবঙ্গের ধূপগুড়িতে প্রেমিকাকে বিয়ের দাবিতে অনশনে বসেন যুবক
বিয়ের দাবিতে প্রেমিকার বাসার সামনে ভারতের পশ্চিমবঙ্গের ধূপগুড়ি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে অনশনে বসেছেন সঞ্জিত রায় নামে এক যুবক। ওই এলাকার বাসিন্দা ঠাণ্ডু রায়ের মেয়ে লক্ষ্মীর সঙ্গে তার ছয় বছরের প্রেম ছিল। এসময় তার হাতে লক্ষ্মীর সঙ্গে তোলা একটি ছবি ছিল। ৯ মে (সোমবার) তুমুল বৃষ্টির মধ্যেও ওই যুবক ঠাণ্ডু রায়ের বাসার সামনে বসেছিলেন। খবর : আনন্দবাজার পত্রিকার।
অনশনরত যুবক সঞ্জিত দাবি করেন, ছয় বছর ধরে লক্ষ্মীর সঙ্গে তার প্রেম চলেছে। এখনও তাদের মধ্যে নিয়মিত কথা হয়। পরিবার অন্যত্র বিয়ের চিন্তা শুরু করায় তাকে নিয়ে যেতে অনুরোধ করেন লক্ষ্মী। এরপরই অনশন শুরুর সিদ্ধান্ত নেন সঞ্জিত। লক্ষ্মীদের পাশের গ্রাম বারোঘরিয়া পঞ্চায়েত এলাকার বাসিন্দা সঞ্জিত সোমবার দুপুর থেকেই অনশনে বসেছেন। বিকাল গড়িয়ে সন্ধ্যা নামলেও অনড় অবস্থানে রয়েছেন তিনি। এদিকে লক্ষ্মীর বাবা ঠাণ্ডু দাবি করেছেন, আমার বাসার সামনে হঠাৎ করেই এক যুবক অনশনে বসেছে। বড়ছেলে তাকে চলে যেতে বলেছে। কিন্তু সে যায়নি। আমার মেয়েকে ওই যুবক বিয়ে করলে আমার কোনো সমস্যা নেই। তবে তার সঙ্গে আমার পরিবারের কোনো সম্পর্ক থাকবে না।
Posted ৬:১৬ পূর্বাহ্ণ | বুধবার, ১১ মে ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh