বাংলাদেশ ডেস্ক | সোমবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৪
ছবি: সংগৃহীত
বুরকিনা ফাসোর একটি ক্যাথলিক চার্চে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। রোববার দেশটির উত্তরাঞ্চলীয় গ্রাম ইসাকানে বন্দুকধারীরা এ হামলা চালিয়েছে বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে।
এক বিবৃতিতে গির্জা কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতরা সবাই খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ। তারা সবাই প্রার্থনার উদ্দেশ্যে এই গির্জায় জড়ো হয়েছিলেন। ঘটনাস্থলেই ১২জন মারা গেছেন এবং হাসপাতালে নেয়ার পর তিনজনের মৃত্যু হয়েছে।
ক্যাথলিক ডায়োসিসের জেনারেল অ্যাবট জিন-পিয়েরে সাওয়াদোগো বলেন, এটি নিঃসন্দেহে একটি ‘সন্ত্রাসী হামলা’। এ হামলায় ১৫ জন নিহত হওয়ার পাশপাশি দুইজন আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। এই বেদনাদায়ক পরিস্থিতির কোনো স্বান্ত্বনা হয় না। যারা মারা গেছেন তাদের শান্তির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি।
তবে এখন পর্যন্ত এ ঘটনায় কেউ দায় স্বীকার করেনি।
বুরিকনা ফাসোর উত্তরাঞ্চলের গির্জাগুলোতে এর আগেও একাধিক বন্দুক হামলার ঘটনা ঘটেছে। কয়েকবার যাজকদের অপহরণ করার ঘটনাও ঘটেছে। দেশটির অর্ধেকের বেশি অংশ সরকারি নিয়ন্ত্রণের বাইরে। সেসব অংশ বছরের পর বছর ধরে দখল করে রেখেছে সশস্ত্র গোষ্ঠীগুলো।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সশস্ত্র গোষ্ঠীগুলোর যোদ্ধারা হাজার হাজার মানুষকে মেরে ফেলেছে। বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ।
Posted ৮:৫২ পূর্বাহ্ণ | সোমবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh