বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
ছবি : সংগৃহীত
মালয়েশিয়ায় বৈধভাবে কর্মরত সক্রিয় পেশাদার প্রবাসীর সংখ্যা এক লাখ ৩৮ হাজার। তবে এ সংখ্যার মধ্যে কতজন পেশাদার প্রবাসী বাংলাদেশি রয়েছেন তা জানা যায়নি। মালয়েশিয়ার ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এই সংখ্যাটি ইতিবাচক অর্থনৈতিক উন্নয়ন এবং দেশে উচ্চ দক্ষ বিদেশী কর্মীর চাহিদা বৃদ্ধির প্রতিফলন। তিনি আরও বলেন, সংখ্যাটি গত বছরের তুলনায় সামান্য বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি মালয়েশিয়ায় ক্রমবর্ধমান ব্যবসায়িক সুযোগ এবং বিদেশী বিনিয়োগকারীদের আস্থার সূচক।
সোমবার (৭ জুলাই) এক্সপ্যাটস গেটওয়ে ইন্টিগ্রেশন ব্রিফিংয়ে দাতুক জাকারিয়া শাবান বলেন, ‘এক্সপ্যাটস গেটওয়ে’ সিস্টেমের মাধ্যমে এখন প্রবাসী পাস আবেদন প্রক্রিয়া ২০ কার্যদিবসেরও কম সময়ে সম্পন্ন করা যেতে পারে। আমরা সর্বদা প্রবাসী আবেদনপত্রের প্রক্রিয়াকরণের সময় উন্নত এবং কমানোর সুযোগ খুঁজছি। এটি একটি খুব ভালো পদক্ষেপ, কেবল শিল্পের জন্যই নয়, বরং অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও দেশকে সরাসরি উপকৃত করবে।
জাকারিয়া বলেন, বিনিয়োগকারী এবং ইউরোপীয় চেম্বার অব কমার্সের (ইউরোচ্যাম) মতো আন্তর্জাতিক চেম্বার অব কমার্সের সমর্থনের সঙ্গে সামঞ্জস্য রেখে বিদেশি পেশাদার কর্মীদের চাহিদাও বৃদ্ধি পেয়েছে।
এদিকে, ট্যালেন্টকর্পের সিইও থমাস ম্যাথিউ বলেছেন, বিদেশী প্রতিভা আকর্ষণ করার জন্য মালয়েশিয়ার বিশ্বব্যাপী প্রতিযোগিতা করা প্রয়োজন, বিশেষ করে ক্রমবর্ধমান প্রতিযোগিতামূলক আঞ্চলিক প্রেক্ষাপটে।
Posted ৯:৩৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh