বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ০৪ জানুয়ারি ২০২২
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিস্তার ঠেকাতে মক্কা ও মদিনায় আবারও বিধিনিষেধ আরোপ করেছে সৌদি আরব সরকার। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানায়, মক্কা ও মদিনায় নামাজি এবং উমরাহ্ পালনকারী সবার জন্য বিধিনিষেধ প্রযোজ্য হবে।সৌদি সরকার ঘরের ভেতরে ও বাইরে সব জায়গায় মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক করেছে। মক্কা ও মদিনাতেও একই বিধান চালু করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
সৌদি আরবে গত মাসে কোভিড-১৯ আক্রান্ত লোকের সংখ্যা এক লাফে অনেক বেড়ে যায়। গত বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ৭৪৪ জন নতুন আক্রান্ত শনাক্ত করেছে। গত বছর অগাস্টের পর এটাই ছিল সবচেয়ে বেশি করোনায় আক্রান্তের সংখ্যা। মহামারি শুরু হওয়ার পর থেকে সৌদি আরবে এ পর্যন্ত পাঁচ লাখ ৫৪ হাজার রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে মারা গেছে ৮,৮৭৪ জন। গত ২ জানুয়ারি সরকার ঘোষণা করেছে, ১ ফেব্রুয়ারি থেকে দোকানপাট, শপিং সেন্টার এবং রেস্তোরাঁয় যেতে চাইলে সব সৌদি নাগরিক কিংবা সে দেশে বসবাসকারী ও দর্শনার্থীকে বুস্টার ডোজের সনদ দেখাতে হবে।
Posted ৬:৫৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৪ জানুয়ারি ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh