বাংলাদেশ অনলাইন ডেস্ক : | সোমবার, ২৭ জুলাই ২০২০
দেশের বন্যা পরিস্থিতির ক্রমাবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য ত্রাণ কমিটি গঠন করেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে আহ্বায়ক করে গঠিত এ ত্রাণ কমিটি অবিলম্বে ত্রাণ কার্যক্রম শুরু করবে। বিএনপি বলেছে, বন্যা মোকাবিলায় সরকার ‘একেবারেই উদাসীন’।
গত ২৬ জুলাই রোববার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। গত শনিবার দলের স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির স্থায়ী কমিটি মনে করে, ভারত অভিন্ন নদীগুলোর সব বাঁধ ও ব্যারাজের গেট খুলে দেওয়ায় উজান থেকে নেমে আসা বন্যার পানিতে বাংলাদেশের ব্রহ্মপুত্র, যমুনা, মেঘনা, মহানন্দা, পদ্মা, তিস্তা ও ধরলা নদীর অববাহিকায় ইতোমধ্যে প্রায় ৩৪টি নদী প্লাবিত হয়েছে এবং সবক’টি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রংপুর ও রাজশাহী বিভাগের প্রায় সবক’টি জেলা, জামালপুর, ময়মনসিংহ, সুনামগঞ্জ, মুন্সীগঞ্জ জেলা ইতোমধ্যে বন্যাকবলিত হয়েছে এবং অধিকাংশ নদীতেই পানি বাড়ছে। বন্যায় দেশের অধিকাংশ অঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থায়ী কমিটির সভায় বিএনপি এবং অঙ্গসংগঠনের সব পর্যায়ের সব নেতাকর্মীকে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আউয়াল খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন স্থায়ী কমিটির সদস্যরা। সভায় ১ আগস্ট পবিত্র ঈদুল আজহার নামাজের পর সকাল ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদনের সিদ্ধান্ত হয়।
সিলেট বিভাগীয় বিএনপির বৈঠক : সিলেট বিভাগীয় বিএনপির নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত ২৬ জুলাই রোববার অনুষ্ঠিত এ বৈঠকে দলের সিনিয়র নেতারা অংশ নেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সহসাংগঠনিক সম্পাদক কলিমউদ্দিন আহমেদ মিলনসহ সিলেট বিভাগের পাঁচ সাংগঠনিক জেলার সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও যুগ্ম আহবায়করা বৈঠকে অংশ নেন। বৈঠকে দলীয় নেতাকর্মীরা সাধ্যমতো বন্যার্তদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
Posted ১০:২৭ পূর্বাহ্ণ | সোমবার, ২৭ জুলাই ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh