বাংলাদেশ ডেস্ক : | বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচনে পুনরায় বিজয়ের জন্য লড়ছেন পাঁচ বাংলাদেশি আমেরিকান। তারা হলেন- জর্জিয়া স্টেটের পঞ্চম সিনেট-ডিস্ট্রিক্ট থেকে শেখ রহমান, সপ্তম সিনেট ডিস্ট্রিক্ট থেকে নাবিলা ইসলাম, নিউ হ্যামশায়ার স্টেটের রকিংহাম-২০ থেকে আবুল বি খান, কানেকটিকাট সিনেট ডিস্ট্রিক্ট-৪ থেকে মো. মাসুদুর রহমান এবং ভার্জিনিয়া সিনেট ডিস্ট্রিক্ট-৩৭ থেকে সাদ্দাম সেলিম।
রিপাবলিকান পার্টি থেকে আবুল বি খান এবং অন্য চারজনই ডেমোক্র্যাট। এবার ষষ্ঠ মেয়াদে দায়িত্ব পালনের জন্য লড়ছেন পিরোজপুরের সন্তান আবুল খান। চতুর্থ মেয়াদের সিনেটর হওয়ার জন্য লড়ছেন জর্জিয়ার সিনেট ডিস্ট্রিক্ট-৫ থেকে কিশোরগঞ্জের সন্তান শেখ রহমান। একই স্টেটের সিনেট ডিস্ট্রিক্ট-৭ থেকে পুনরায় বিজয়ী হতে লড়ছেন নোয়াখালীর সন্তান নাবিলা ইসলাম।
কানেকটিকাট সিনেট ডিস্ট্রিক্ট-৪ থেকে পুনরায় সিনেটর হতে মাঠে রয়েছেন চাঁদপুরের সন্তান মো. মাসুদুর রহমান। ভার্জিনিয়া সিনেট ডিস্ট্রিক্ট-৩৭ থেকে পুনরায় একই আসনে বিজয়ের জন্য লড়ছেন নোয়াখালীর সন্তান সাদ্দাম সেলিম। উল্লেখ্য, এই পাঁচজনই মার্কিন মুল্লুকে সর্বোচ্চ পর্যায়ের জনপ্রতিনিধি এবং পাঁচজনই এবারও বিজয় পাবেন বলে সংশ্লিষ্ট এলাকার ভোটাররা মনে করছেন।
Posted ১২:৪৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh