বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ০১ নভেম্বর ২০২২
ইরানের বিক্ষোভের সমর্থনে মিছিলে কানাডার প্রধানমন্ত্রী। ছবি : সংগৃহীত
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী ইরানে বিক্ষোভকারীদের প্রতি তাদের সমর্থন প্রদর্শনের জন্য অন্যান্য বিক্ষোভকারীদের সাথে গত ২৯ অক্টোবর অটোয়ায় রাস্তায় নামেন। ট্রুডো এবং সোফি গ্রেগোয়ার ট্রুডোর উপস্থিতিতে অটোয়ায় এই বিক্ষোভটি শনিবার কানাডা এবং সারা বিশ্বে অনুষ্ঠিত হওয়া কয়েকটি ইরানের বিক্ষোভের সমর্থনে অনুষ্ঠিত হয়েছিল।
তারা সেপ্টেম্বরে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় ২২ বছর বয়সী মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদ করেছেন। মাহসা আমিনিকে ভুলভাবে তার মাথার হিজাব পরার জন্য গ্রেপ্তার করা হয়েছিল। ২৯ অক্টোবর ইরানের রেভোলিউশনারি গার্ডের প্রধান হোসেইন সালামি বিক্ষোভকারীদের সতর্ক করে দিয়ে বলেছেন, তারা যেন আর কোনো বিক্ষোভ না করেন। তিনি বলেন, এই বিক্ষোভ একটি অশুভ পরিকল্পনা যা হোয়াইট হাউস এবং ইহুদিবাদী শাসকদের পরিকল্পিত। ইরানিরা তার সতর্কবাণী উপেক্ষা করে শনিবার আবারও রাস্তায় নেমে আসে। ভয়েজ ওব আমেরিকা।
Posted ১০:৪০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০১ নভেম্বর ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh