বাংলাদেশ রিপোর্ট | শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৪
ছবি: সংগৃহীত
নিউইয়র্ক এমন এক সিটি, যেখানে অসম্ভবকেই সম্ভব তা নিয়েই। এটি এমন একটি স্থান, যেখানে যে কেউ ব্যবসা শুরু করতে পারেন, সন্তানদের গড়ে তোলার জন্য লালন করতে পারেন এবং সব মিলিয়ে একটি ভিন্ন জীবন শুরু করতে পারেন। আমাদের প্রশাসন সিটিবাসীর জননিরাপত্তা নিশ্চিত করার মধ্য দিয়ে সিটির অর্থনীতিকে চাঙ্গা রেখে তাদের আমেরিকান স্বপ্নকে বাঁচিয়ে রাখার জন্য দায়িত্ব গ্রহণ করেছে। সেই লক্ষ্য আরো এগিয়ে নিতে আমরা গত সপ্তাহে নিউইয়র্ক স্টেটের রাজধানী অ্যালবেনিতে গিয়েছিলাম।” কথাগুলো বলেছেন নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস। তিনি তার মতামত নিবন্ধে গত সপ্তাহে রাজধানীতে পদস্থ প্রতিনিধিদের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে বিষয়গুলো উপস্থাপন করেছেন।
মেয়র বলেন, শ্রমজীবী শ্রেনির মানুষের উন্নয়নের জন্য মেয়রের যে জবাবদিহিতা রয়েছে, তা আমরা চার বছরের জন্য বৃদ্ধি, সিটিতে অবৈধ গাঁজার দোকান বন্ধ করার কর্তৃত্ব প্রদান এবং আরও অধিক সংখ্যক অ্যাফোর্ডেবল হাউজিং ইউনিট নির্মাণ করে শ্রমজীবী পরিবারগুলোকে এগিয়ে নেওয়ার জন্য একটি এজেন্ডা তৈরি করেছি। এছাড়া আমরা সিটিতে আগত ইমিগ্রান্টদের জন্য স্টেটের তহবিল লাভ ও নিউইয়র্ক সিটির ঋণ সীমা বৃদ্ধিসহ সিটির অর্থনৈতিক সমস্যা ও সমাধানের রূপরেখা দিয়েছি। তিনি বলেন, মেয়রের জবাবদিহিতার কারণে নিউ ইয়র্ক সিটির পাবলিক স্কুলগুলো নিউইয়র্ক স্টেটে এবং সারা দেশে নেতৃত্ব দিচ্ছে। মেয়রের দায়বদ্ধতার জন্য আমরা “নিউইয়র্ক সিটি রিডস” চালু করতে পেরেছি, একটি দেশ-নেতৃত্বপূর্ণ পাঠ্যক্রম যা আমাদের শিশুদের মৌলিক বিষয়গুলির পাঠ দেয়। এটি একটি কারিকলাম পরিবর্তনের চেয়ে গুরুত্বপূর্ণ, যাকে বলা যেতে পারে একটি পাঠ বিপ্লব। গভর্নর হকুল ঘোষণা করেছেন যে, তিনি আমাদের মডেল অনুসরণ করছেন এবং স্টেটজুড়ে প্রতিটি স্কুল ডিস্ট্রিক্টে আমাদের দৃষ্টিভঙ্গি কাজে লাগানোর উদ্যোগ নিয়েছেন। এছাড়াও আমরা দেশের প্রথম সিটি, যেখানে প্রতিটি শিশুর ডিসলেক্সিয়ার জন্য পরীক্ষা করা হয়েছে যাতে কোনো শিশু এ পরীক্ষা থেকে বাদ না পড়ে। কারণ, আমি আমার অল্পবয়সে প্রায় ডিসলেক্সিক শিশু হিসাবে এই রোগ নির্ণয় পরীক্ষার বাইরে ছিলাম।
তিনি আরো বলেন, মেয়রের দায়বদ্ধতা আমাদের বহু বিষয়ে বিজয় অর্জনের সুযোগ এনে দিয়েছে। প্রতিটি নেইবারহুডে মেধাবীদের জন্য কর্মসূচি, প্রতিটি স্কুলের জন্য ফুলটাইম মানসিক রোগ বিশেষজ্ঞ নিয়োগের ব্যবস্থা করা, জাতিগত বৈষম্য বন্ধ করা এবং এ ধরনের আরো অনেক কিছু। মেয়রের জবাবদিহিতার আগে সিটির হাইস্কুলগুলোর থেকে উত্তীর্ণের শতকরা হার ছিল ৫০ শতাংশ। কিন্তু এখন তা বেড়ে ৮০ শতাংশের উন্নীত হয়েছে। যদি আলবানি মেয়রের দায়বদ্ধতার আওতা সম্প্রসারণে সহায়তা করতে ব্যর্থ হয়, তাহলে আমরা ছাত্রদের পরীক্ষার ভালো স্কোর এবং গ্রাজুয়েশনের হার বৃদ্ধির কাক্সিক্ষত লক্ষ্য অর্জনে ব্যর্থতার ঝুঁকির মধ্যে পড়বো।
তিনি আরো বলেন, নিউইয়র্কবাসীরা যাতে নিশ্চিন্তে রাস্তা দিয়ে চলাচলের সুযোগ পায় যে, তারা কোনো গাঁজার দোকানের সামনে দিয়ে অতিক্রম করছে না। এসব দৃশ্য আমাদের শিশুদের মনে মন্দ প্রভাব ফেলতে পারে। বৈধভাবে গাঁজা বিক্রয় ও সেবনের অনুমতি দান করা আমাদের স্টেটের জন্য সঠিক সিদ্ধান্ত ছিল, কিন্তু প্রকাশ্যে দোকানের সামনে বেআইনি গাঁজা ব্যবসা চালানোর চেষ্টা ও চর্চা অবৈধ। এ প্রবণতা বন্ধ করার জন্য আমরা অ্যালবানি অনমতি চেয়েছি যাতে তারা আমাদেরকে গাঁজা বেচার দোকানগুলো পরিদর্শন করা এবং আইন লংঘনের ক্ষেত্রে স্থায়ীভাবে দোকান বন্ধ করার এখতিয়ার দান করেন। মেয়র অ্যাডামস বলেন, আমাদের অর্থনীতি পুনর্গঠনের অর্থ হল এমন হাউজিং এর ব্যবস্থা করা, যাতে কর্মজীবী-শ্রেনির নিউইয়র্কবাসীরা তা বহন করতে পারে। আমাদের প্রশাসন সাধ্যমতো ভূমিকা পালন করছে। এখন অ্যালবানিকে তার ভূমিকা পালন করতে হবে। আমরা স্টেটকে বলছি একটি নতুন সাশ্রয়ী মূল্যের আবাসন কর প্রনোদনার ব্যবস্থা করার জন্য। আমরা আহ্বান জানাচ্ছি নিরাপদ, বিদ্যমান বেসমেন্ট এবং সেলার অ্যাপার্টমেন্ট বৈধ করার পথ সৃষ্টির জন্য; অফিস রূপান্তরের জন্য প্রনোদনা এবং নতুন নির্মাণ জন্য ঘনত্বের উপর ক্যাপ উত্তোলন। এই ব্যবস্থাগুলো আমাদেরকে আরও সাশ্রয়ী মূল্যে বাড়ি তৈরি করতে সক্ষম করবে, যা কর্মজীবী-শ্রেণীর নিউইয়র্কবাসীদের জরুরিভাবে প্রয়োজন।
Posted ৫:৪১ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh