বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
রাশিয়ায় আনুমানিক ১০ হাজার সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া। এসব সেনাকে প্রশিক্ষণ দিয়ে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পাঠানো হবে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এই দাবি করেছে। ২৯ অক্টোবর (মঙ্গলবার) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং সোমবার বলেছেন, রাশিয়ার উত্তরাঞ্চলে প্রশিক্ষণের জন্য উত্তর কোরিয়ার অন্তত ১০ হাজার সেনা মোতায়েন করা হয়। এর মধ্যে আনুমানিক তিন হাজার সেনাকে ইউক্রেনীয় সীমান্তের কাছে পাঠানো হয়েছে।
সাবরিনা আরও বলেন, ইতোমধ্যে সেনাদের একটি অংশ ইউক্রেনের কাছাকাছি, আমরা উদ্বিগ্ন যে এসব সেনাকে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করবে।
এনিয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক-ইয়ল বলেন, উত্তর কোরিয়ার সেনা মোতায়েন আমার দেশের জাতীয় নিরাপত্তা এবং আন্তর্জাতিক সম্প্রদায় উভয়কেই হুমকির মুখে ফেলেছে। মঙ্গলবার তিনি রাশিয়া ও উত্তর কোরিয়ার সামরিক সহযোগিতাকে অবৈধ হিসেবে উল্লেখ করেছেন।
এর আগে সোমবার ন্যাটোর মহাসচিব মার্ক রুটে বলেন, উত্তর কোরিয়ার সেনা মোতায়েন ইউক্রেন সংঘাতে একটি উল্লেখযোগ্য উত্তেজনা বৃদ্ধি এবং রাশিয়া যুদ্ধের একটি বিপজ্জনক সম্প্রসারণ।
তবে রাশিয়ায় সেনা পাঠানো নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ছাড়া মস্কো এই রিপোর্ট শুরুর দিকে প্রত্যাখ্যান করে একে ভুয়া খবর হিসেবে উল্লেখ করেছিল।
তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার সেনা পাঠানোর খবর প্রত্যাখ্যান করেননি। তিনি শুধু একে অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ করেছেন।
Posted ১:০৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh