বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫
ছবি : সংগৃহীত
পাকিস্তানের সেনাপ্রধান এবং নবগঠিত প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ভারতকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ভবিষ্যতে কোনো সংঘাত হলে পাকিস্তানের প্রতিক্রিয়া নিয়ে ভারতের ‘কোনো ভুল ধারণা রাখা উচিত নয়’। ৮ ডিসেম্বর (সোমবার) রাওয়ালপিন্ডির জেনারেল সদর দপ্তরে (জিএইচকিউ) অনুষ্ঠিত গার্ড অব অনার অনুষ্ঠানে তিনি বলেন, “আগামীবার পাকিস্তানের জবাব আরও দ্রুত ও তীব্র হবে।” পাকিস্তানের প্রথম চিফ অব ডিফেন্স ফোর্সেস হিসেবে তার নিয়োগ উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সামরিক কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে ফিল্ড মার্শাল মুনির নবগঠিত ডিফেন্স ফোর্সেস হেডকোয়ার্টারের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, সামরিক পরিবেশ দ্রুত বদলে যাচ্ছে, হুমকিও বহুমাত্রিক হয়ে উঠছে। তাই তিন বাহিনীর সমন্বয়ে বহুমাত্রিক সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করা জরুরি।
তিনি বলেন, প্রতিটি বাহিনী তাদের নিজস্ব কার্যক্রম ও স্বতন্ত্রতা বজায় রাখবে। তবে ডিফেন্স ফোর্সেস হেডকোয়ার্টার তিন বাহিনীর অপারেশন সমন্বয় ও সুশৃঙ্খলভাবে পরিচালনায় নেতৃত্ব দেবে। ‘একীভূত উচ্চ নেতৃত্বের অধীনে তিন বাহিনী তাদের অভ্যন্তরীণ স্বায়ত্তশাসন ও সাংগঠনিক কাঠামো বজায় রেখেই কাজ করবে’— মন্তব্য করেন তিনি।
Posted ১০:২২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh