বিনোদন ডেস্ক : | রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২০
মার্কিন মুলুকে অবস্থিত আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের অনারারি (বিশেষ সম্মাননা) সদস্য হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী বেবী নাজনীন। ৩০ আগস্ট নিউইয়র্কের লং আইল্যান্ডের টাপেন বিচ পার্কে অনুষ্ঠিত সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় তাকে এ সম্মানে ভূষিত করা হয়।
আনুষ্ঠানিকভাবে বেবী নাজনীনকে আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের বিশেষ সদস্যের পরিচয়পত্র তুলে দেয়া হয়। এ সময় সংগঠনটির বর্তমান ও সাবেক কমিটির নেতারা উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী নিজেই।
এ প্রসঙ্গে বেবী নাজনীন বলেন, ‘পারিবারিক কারণেই ছোট্টবেলা থেকেই আমি একরকম সাংবাদিকদের বলয়ে বেড়ে উঠেছি। তাই এ মাধ্যমে যারা কাজ করেন তাদের বিষয়ে আমি একটি আলাদা দুর্বলতা অনুভব করি। আমাদের মিডিয়া আমার ক্যারিয়ার তৈরির ক্ষেত্রে বিশাল ভূমিকা রেখে আসছে শুরু থেকেই। আমি সবসময় তাদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। এবার আমেরিকাতে প্রেস ক্লাব থেকে আমাকে সম্মানিত সদস্য করা হয়েছে। এজন্য সংগঠনের নেতাদের প্রতিও আমি কৃতজ্ঞ।’
Posted ৭:২৮ পূর্বাহ্ণ | রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh