বাংলাদেশ অনলাইন ডেস্ক : | রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০
নির্বাচনে জালিয়াতির ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের ভিত্তিহীন অভিযোগের সমর্থনে ১২ ডিসেম্বর (শনিবার) লালটুপি পড়া হাজার হাজার বিক্ষোভকারী ওয়াশিংটনের রাস্তায় সমাবেশে অংশ নিয়েছে। দেশটিতে সুপ্রীম কোর্টের মাধ্যমে এটি হতে পারে নির্বাচনের ফলাফল বাতিলে ট্রাম্পের শেষ সুযোগ।
দিনের শুরুতে একটি উৎসবমুখর পরিবেশে হোয়াইট হাউস থেকে কয়েক ব্লক দূরে ফ্রিডম প্লাজার আশেপাশে হাজার হাজার মানুষ জড়ো হয়, পরে প্রতিবাদকারী ও বিরোধীরা সংঘাতে জড়িয়ে পড়ে।
জানা যায়, পুলিশ দুই গ্রুপকে আলাদা করে রাখে। এ সময় পুলিশ ও সমাবেশ বিরোধীদের মধ্যে অন্তত একবার সংঘাতের সৃষ্টি হয়। এ সময় ৬ জনকে এবং গত শুক্রবার রাতে ৫ জন গ্রেফতার করা হয়। ট্রাম্পের সমর্থকরা ‘ইউএসএ’ এবং ‘ট্রাম্পের জন্য আরো ৪ বছর’ বলে শ্লোগান দেয়।
ট্রাম্পের পক্ষে এই সমাবেশে ভিড় থাকলেও একমাস আগে হোয়াইট হাউসের সামনে ট্রাম্পের সমর্থকদের সমাবেশের চেয়ে লোক সমাগম কম ছিল, একমাস আগের সমাবেশে ১০ হাজার লোক সমবেত হয়েছিল।
পশ্চিমাঞ্চলীয় আইডাহো অঙ্গরাজ্য থেকে আসা প্রায় ৬০ জনের বিক্ষোভকারী দলের একজন লুক উইলসন বলেন, আমরা হাল ছাড়বো না। ট্রাম্পের সমাবেশে নিয়মিত যোগদানকারী ডেল কুইক বলেন, আমি বিশ্বাস করি আমেরিকার জনগণের প্রতি একটি বড় অন্যায় হয়েছে।
প্রতিবাদকারীরা ৩ নভেম্বরের নির্বাচনে ডেমোক্রাট জো বাইডেনের জয়ের ফলাফলে ব্যাপারে আপত্তির কোন ব্যাখ্যা দেননি, এমনকি বিভিন্ন রাজ্যের নির্বাচনী কর্মকর্তা যাদের বেশীরভাগই রিপাবলিকান এবং গুরুত্বপূর্ণ রাজ্যের অনেক বিচারক রিপাবলিকান হওয়া সত্ত্বেও নির্বাচনে তাদের পক্ষ থেকে কোন আপত্তি আসেনি।
প্রতিটি অঙ্গরাজ্য এখন বাইডেনের ৩০৬টি ইলেক্টরাল ভোটে বিজয়ের পক্ষে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে, ট্রাম্প পেয়েছেন ২৩২ ইলেক্টরাল ভোট। তবে ট্রাম্প বারবার অভিযোগ করছেন নির্বাচনে জালিয়াতি হয়েছে।
Posted ৯:৩৬ পূর্বাহ্ণ | রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh