বাংলাদেশ ডেস্ক : | শনিবার, ১৫ আগস্ট ২০২০
করোনার ভ্যাকসিন কার্যকর প্রমাণিত হলে সব মার্কিন নাগরিকের জন্য বিনামূল্যে বিতরণ নিশ্চিত করা হবে। গত ১৩ আগস্ট দেশটির স্বাস্থ্য বিভাগের সিনিয়র কর্মকর্তা পল ম্যানগো এ কথা জানান। পল ম্যানগো সাংবাদিকদের বলেন, ‘বেশিরভাগ বীমা প্রতিষ্ঠান তাদের গ্রাহকদের এই ব্যয় বহনে সম্মত হয়েছে। জানুয়ারি ২০২১ নাগাদ আমরা কয়েকশ মিলিয়ন ডোজ সরবরাহে সক্ষম হব।’
দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রে ছয়টি ভ্যাকসিন প্রকল্পে ১০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করা হয়েছে এবং ক্লিনিক্যাল টেস্টে অনুমোদিত হলে কয়েক কোটি ডোজ যুক্তরাষ্ট্রকে সরবরাহের জন্য আগাম চুক্তিও সম্পন্ন করা হয়েছে।
নাগরিকদের ভ্যাকসিন ডোজের ব্যয় সরকার বহন করবে। ডাক্তার অথবা ক্লিনিকগুলোর ব্যয় সরকার পরিশোধ করবে, তবে এই ব্যয় বেশীরভাগই নাগরিকদের সরকারি ও বেসরকারি বীমা প্রতিষ্ঠান থেকে আসবে। মার্কিন ন্যাশনাল ইনস্টিটিটস অব হেলথের প্রধান ফ্রান্সিস কলিন্স বলেছেন, ট্রাম্প প্রশাসনে অর্থায়নকৃত ছয়টির মধ্যে যে কোনো একটি ভ্যাকসিন এই বছরের শেষের দিকে কার্যকর ও নিরাপদ বলে প্রমাণিত হবে।
এদিকে গত মঙ্গলবার তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল ছাড়াই করোনার প্রথম ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে রাশিয়া।
Posted ৭:৪৬ পূর্বাহ্ণ | শনিবার, ১৫ আগস্ট ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh