বাংলাদেশ অনলাইন : | সোমবার, ০৫ অক্টোবর ২০২০
করোনা ঝড়ে লণ্ডভণ্ড বিশ্ব। এখনও থামছে না এই মহামারী। সর্বনাশা করোনায় রোজ মৃত্যুর মিছিলে যোগ দিচ্ছেন হাজার হাজার মানুষ। ইতিমধ্যে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা সাড়ে ৩ কোটি ছাড়িয়ে গেছে। আর মৃতের সংখ্যা বেড়ে ১০ লাখ ৪০ হাজারে ছাড়িয়ে গেছে।
করোনায় আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, ৫ অক্টোবর (সোমবার) সকাল সাড়ে ৯ টা পর্যন্ত বৈশ্বিক মহামারীতে আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৫৩ লাখ ৯৭ হাজার ৩২০ জন। আর মারা গেছেন ১০ লাখ ৪১ হাজার ৮২৩ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৬৬ লাখ ২০ হাজার ১১৬ জন।
এদিকে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্যে আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান একটু কম দেখা দেখানো হয়েছে। জনস হপকিন্স বলছে, সোমবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৫০ লাখ ৭০ হাজার ২১৮ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১০ লাখ ৩৫ হাজার ৮৫৩ জনের। আর এ পর্যন্ত সেড়ে উঠেছে ২ কোটি ৪৪ লাখ ৬ হাজার ৮৩ জন।
Posted ৪:৪০ পূর্বাহ্ণ | সোমবার, ০৫ অক্টোবর ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh