বাংলাদেশ অনলাইন : | রবিবার, ২৫ এপ্রিল ২০২১
পবিত্র রমজান মাসের প্রথম দশক সমাপ্তির কথা স্মরণ করিয়ে ভক্তদের উপদেশ দিয়েছেন তুর্কি বংশোদ্ভূত জার্মান ফুটবল তারকা মেসুত ওজিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে তাকে ‘রমজান মুবারক’ লেখা একটি গেঞ্জি পরে থাকতে দেখা যায়।
গত ২৩ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবির ক্যাপশনে লেখেন, ‘মহান আল্লাহ প্রত্যাশা করেন না যে আমরা রমজান মাসে পরিপূর্ণ হব। তবে তিনি চান আমরা যেন পরিপূর্ণ হওয়ার চেষ্টা অব্যাহত রাখি’।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার ও ইনস্টাগ্রামের ওজিলের ছবিটি ব্যাপক সাড়া ফেলে। ইসলামের পবিত্র মাসের কথা সবাইকে স্মরণ করিয়ে দেওয়া ভক্তরা তাঁর প্রশংসা করেন। সূত্র : আলজাজিরা নেট
Allah never expects us to be perfect during Ramadan, but he expects us to keep trying. 🤲🏼❤️ pic.twitter.com/04vOSl9P7w
— Mesut Özil (@MesutOzil1088) April 23, 2021
Posted ৭:৩১ পূর্বাহ্ণ | রবিবার, ২৫ এপ্রিল ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh