বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

আনডকুমেন্টেডদের বৈধতা দিতে বাইডেনকে ৮৪ মেয়রের চিঠি

মোহাম্মদ আজাদ :   |   বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১

আনডকুমেন্টেডদের বৈধতা দিতে বাইডেনকে ৮৪ মেয়রের চিঠি

ইমিগ্রেশন সংস্কার নিয়ে নানা মতানৈক্যের পর শেষ পর্যন্ত কংগ্রেসনাল ডেমোক্রেটরা ইমিগ্রেশন সংষ্কার প্রশ্নে একলা চলো নীতি অবলম্বন করতে যাচ্ছে। কংগ্রেসনাল ডেমোক্রেটরা যখন এ সংক্রান্ত একটি বিল প্রস্তাব করে সামনে অগ্রসর হওয়ার উদ্যোগ নিয়েছে, ঠিক তখনই গত সোমবার যুক্তরাষ্ট্রের ২৮টি স্টেটের ৮৪ জন মেয়র প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস ও কংগ্রেসনাল ডেমোক্রেটদের কাছে একটি চিঠি পাঠিয়েছেন আনডকুমেন্টেড ইমিগ্রান্টদের বৈধতা দানের অনুরোধ জানিয়ে। মেয়ররা যে চিঠি লিখেছেন এ সংক্রান্ত একটি প্রতিবেদনে প্রকাশ করেছে ‘দ্য হিল’। এতে বলা হয়েছে যে নিউইয়ক, লস এঞ্জেলেস, শিকাগো ও হিউস্টনসহ চারটি বড় সিটির মেয়রসহ মোট ৮৪ সিটির মেয়র প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্রেট কংগ্রেসম্যানদের কাছে একটি চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে বলা হয়ে,ে আমরা নিম্ন স্বাক্ষরকারী মেয়রগণ সম্মানের সঙ্গে আপনাকে অনুরোধ করছি যে আপনি অনুগ্রহ করে ড্রিমার্স, টিপিএস সুবিধাপ্রাপ্ত ও ফার্ম ওয়াকার্স বা অত্যাবশ্যকীয় কর্মীদের বৈধতা দিয়ে তাদেরকে সিটিজেনশিপ দেয়ার সুযোগ সৃষ্টি করার উদ্যোগ গ্রহণ করুন। এটিকে আপনারা অন্য যেকোনইস্যুর চেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করবেন এবং আগামী বাজেটে বিষয়টি অন্তর্ভূক্ত কওে একটি বরাদ্দ রাখবেন।


প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্রেট কংগ্রেসম্যানদের কাছে ৮৪ জন মেয়র এমন এক সময়ে চিঠিটি লিখেছেন যখন কংগ্রেসনাল ডেমোক্রেটরা রিপাবলিকান কংগ্রেসনাল নেতৃবৃন্দকে পাশ কাটিয়ে এককভাবে আনডকুমেন্টেডদের বৈধতা দানের জন্য একটি বিল নিয়ে অগ্রসর হচ্ছেন। কারণ কংগ্রেসনাল ডেমোক্রেটরা বছরের পর বছর ধরে চেষ্টা করেও রিপাবলিকানদের সঙ্গে একটি বাইপার্টিজান বিল নিয়ে সমঝোতায় পৌছতে সক্ষম হননি। মেয়রদের চিঠিতে কমপক্ষে তিন ক্যাটাগরির আনডকুমেন্টেড ইমিগ্রান্টদের বৈধতা দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে। সেখানে প্রথমে রয়েছে ডাকা কর্মসূচির আওতায় থাকা ড্রিমার্সরা, দ্বিতীয় পর্যায়ে রয়েছে টিপিএস বা টেম্পোরারি প্রটেকটেড স্ট্যাটাসে থাকা লোকজন, যারা মূলতা হাইতি, এল সালভেদও, গুয়েতেমালাসহ সেন্ট্রাল আমেরিকান দেশগুলোর নাগরিক, যারা প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ বা গৃহযুদ্ধের শিকার হয়ে দেশ থেকে বিতাড়িত হয়ে যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছেন এবং যুক্তরাষ্ট্র যাদেরকে অস্থায়ীভাবে বসবাসের সুযোগ দিয়েছে। এছাড়া তৃতীয় পর্যায়ে কৃষি শ্রমিক ও অত্যাবশ্যকীয় কাজে নিয়োজিত আনডকুমেন্টেড ইমিগ্রান্ট।

মেয়ররা তাদের চিঠিতে বিশেষভাবে উল্লেখ করেছেন যে, অতি প্রয়োজনীয় কর্মী বা শ্রমিক ক্যাটাগরির লোকজন ও তাদের পরিবারকে যদি বৈধতা দেয়া হয় তাহলে বহু আনডকুমেন্টড ইমিগ্রান্ট বৈধতা পাবে। কারণ কৃষিখাতেই সর্বাধিক সংখ্যক আনডকুমেন্টেড ইমিগ্রান্ট কর্মরত। ওকল্যান্ড সিটি মেয়র লিবি স্যাক বলেছেন, একজন মেয়র হিসেবে আমি প্রতিদিন নিজ চোখে আনডাকুমেন্টেড ইমিগ্রান্টদের দুর্গতি দেখছি। তারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডাক্তারের কাছে যেতে ভয় পায়। গত বছর করোনার ভয়াবহতার মধ্যেও টেস্ট করানোর জন্য কোথাও যেতে পারেনি। তাদেরকে বৈধতা দেয়া হলে ১০ বছরের মধ্যে জিডিপি ১.৫ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।


প্রেসিডেন্ট জো বাইডেন গত রোববার এ প্রসঙ্গে বলেছেন যে বাজেটে ইমিগ্রান্টদের বিষয়টি অন্তর্ভূক্ত থাকবে কিনা সেটাই দেখার বিষয়। ভাইস প্রেসিডেন্ট গত সপ্তাহে কিছু ইমিগ্রেশন এডভোকেসি গ্রুপের প্রতিনিধিদের বলেছেন যে সিটিজেনশিপের বিধান নিয়ে আনা যেকোন বিলের প্রতি তার সমর্থন থাকবে। তবে তিনি এটিও বলেছেন যে, সে ধরনের একটি বিল নিয়ে লক্ষ্যস্থলে পৌছা খুবই কষ্টসাধ্য।


advertisement

Posted ৮:৪২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

85-59 168 Street, Jamaica, NY 11432

Tel: 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.