বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
ছবি : সংগৃহীত
বল দখল, গোলে শট কিংবা আক্রমণ প্রতি আক্রমণ—কোনো বিভাগেই কলম্বিয়ার সঙ্গে পেরে ওঠেনি আর্জেন্টিনা। তবে মেয়েদের কোপা আমেরিকার ফাইনালে চোখে চোখ রেখে লড়েছে। আক্রমণ ঠেকিয়েছে, তিনটি শট গোলেও রেখেছে। শেষটা যদিও আলবিসেলেস্তে মেয়েদের পক্ষে আসেনি।
ইকুয়েডরের মাঠে কান্না করেই থামতে হয়েছে লিওনেল মেসির দেশের মেয়েদের। গোলশূন্য লড়াইয়ের পর আর্জেন্টিনা ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। ৪-৫ ব্যবধানে জিতে কলম্বিয়া নিশ্চিত করেছে ফাইনাল। একই সঙ্গে কেটেছে অলিম্পিকের টিকিট।
মঙ্গলবার সকালে অবশ্য দাপট দেখিয়েই জিতেছে কলম্বিয়া। আর্জেন্টাইন পাউলিনা গ্রামালিয়ার শট ঠেকিয়ে কলম্বিয়াকে এগিয়ে দেন গোলরক্ষক ক্যাথরিন তাইপে। তবে পেনাল্টি শুটআউট জমে ওঠে কলম্বিয়ান তারকা মারিয়া রামিরেজের শট বারে লেগে ফিরে আসলে। শেষটা যদিও আর্জেন্টিনার পক্ষে আসেনি। বাকি সময়ে ভুল করেনি কলম্বিয়া। ষষ্ঠ শটে ওয়েন্ডি বোনল্লিয়া কলম্বিয়াকে এগিয়ে দেওয়ার পর ভুল করে বসেন আর্জেন্টাইন ডিফেন্ডার এলিয়ানা স্টাবিলি। তাতেই ফাইনালে ওঠার আনন্দে মাতে কলম্বিয়া।
আগের আসরেও ট্রফির মঞ্চে উঠেছিল কলম্বিয়ানরা। তবে সেবার পারেনি। এবার আর্জেন্টিনাকে কাঁদিয়ে ট্রফির স্বাদ নিয়েই থামতে চায় কলম্বিয়া। সেমির স্টার তাপিয়ার কণ্ঠেও ঝরেছে উচ্ছ্বাস, ‘আমরা এখন ফাইনালে। লস অ্যাঞ্জেলসের অলিম্পিকেও নাম উঠিয়েছি। আমাদের লক্ষ্যও ছিল এটা। ফাইনালের জন্য প্রস্তুত হচ্ছি।’
দ্বিতীয় সেমিফাইনালে বুধবার ব্রাজিলের মুখোমুখি হবে উরুগুয়ে। এই টুর্নামেন্ট সর্বোচ্চ ৮ বারের ও বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। সর্বশেষ ২০২২ আসরে কলম্বিয়াকে ১-০ গোলে নিজেদের অষ্টম শিরোপা জিতেছিল ব্রাজিলিয়ান মেয়েরা। এনিয়ে চতুর্থবার ফাইনালে উঠল কলম্বিয়া। আগের তিনবারই হয়েছে স্বপ্নভঙ্গ। আগস্টের ৩ তারিখে ইকুয়েডরের কুইটোতে বসবে শিরোপা ভাগাভাগির ম্যাচ।
Posted ১০:০৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh