বাংলাদেশ অনলাইন : | সোমবার, ২১ জুলাই ২০২৫
ছবি : সংগৃহীত
বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ওড়ার অল্প সময় পরই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে মানুষের ভিড় দেখা যাচ্ছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনা নিয়ে পোস্ট করছেন। মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনা ছুঁয়ে গেছে দেশের ক্রিকেটারদেরও। তামিম ইকবাল-মোস্তাফিজুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা দিয়েছেন। তামিম নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, উত্তরা মাইলস্টোন কলেজের জন্য দোয়া করছি।
কিছুক্ষণ পরে ফেসবুকে তামিম লিখেছেন, যা হয়েছে ও হচ্ছে, সবকিছুই প্রচণ্ড বেদনাদায়ক। আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে। আমরা বিধ্বস্ত। মিরপুরে গত রাতে প্রথম টি-টোয়েন্টি জয়ের পর সেটার রেশ হয়তো দুপুর পর্যন্ত ছিল মোস্তাফিজের। কিন্তু হঠাৎ এই দুর্ঘটনা যে নাড়া দিয়েছে বাংলাদেশের বাঁহাতি পেসারকে। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে মোস্তাফিজ লিখেছেন, মাইলস্টোন স্কুলে এয়ারক্রাফট দুর্ঘটনার খবর শুনে মন খারাপ লাগছে। যারা এই দুর্ঘটনায় ভুক্তভোগী, তাদের জন্য দোয়া করছি। লিটন দাস নিজের ফেসবুক পেজে লিখেছেন, মাইলস্টোন স্কুল ও কলেজে হতাহতদের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে সমবেদনা। দ্রুত যেন তারা এই শোক কাটিয়ে উঠতে পারেন।
মাশরাফি বিন মর্তুজা যেন উত্তরার ঘটনায় শোক প্রকাশের ভাষাটুকু হারিয়ে ফেলেছেন। বাংলাদেশের সাবেক অধিনায়ক লিখেছেন, উত্তরায় ফাইটার বিমান বিধ্বস্ত ও মাইলস্টোন স্কুল-কলেজে ঘটে যাওয়া ভয়াবহ এ দুর্ঘটনা আমাদের সকলকে গভীরভাবে নাড়া দিয়েছে। যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি গভীর শোক ও সহানুভূতি জানাতে ভাষা হারিয়ে ফেলেছি। আহত সকলের দ্রুত সুস্থতা কামনা করছি। এই কঠিন সময়ে আসুন আমরা সবাই একসঙ্গে প্রার্থনায় শামিল হই—হে আল্লাহ, সকলকে হেফাজতে রাখুন এবং এ ধরনের দুর্ঘটনা থেকে আমাদের রক্ষা করুন। আমিন।
উত্তরার দিয়াবাড়ীতে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার কথা নিশ্চিত করেছে সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান আজ বেলা ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।
পুলিশ জানিয়েছে, দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কাছাকাছি এলাকায় বিকট শব্দে বিমান বিধ্বস্ত হওয়ার পর সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। বর্তমানে ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন ঘটনাস্থলে কাজ করছেন। আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার তৎপরতা চলছে। তবে কতজন হতাহত হয়েছেন, সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
Posted ৫:১৫ অপরাহ্ণ | সোমবার, ২১ জুলাই ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh