বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
ছবি : সংগৃহীত
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস (ডব্লিউবিসি) টুর্নামেন্টে খেলার কথা ছিল ভারত-পাকিস্তানের। তবে আগের দিন সাবেকদের এই টুর্নামেন্টে চিরপ্রতিদ্বন্দী দেশটির বিপক্ষে খেলতে আপত্তি জানায় ৫ ভারতীয় ক্রিকেটার। এতে করে বাতিল হয়ে যায় ম্যাচটি। ভারতের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শহীদ আফ্রিদি।
ইংল্যান্ডে শুক্রবার থেকে শুরু হওয়া ডব্লিউসিএল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া খেলোয়াড়দের প্রতিযোগিতা। ভারত-পাকিস্তান ছাড়াও সেখানে অংশ নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। গত এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে হামলার জের ধরে যুদ্ধাবস্থা ছড়িয়েছে ২২ গজেও। এরই প্রেক্ষিতে রোববারের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলতে আপত্তি জানায় ইউসুফ পাঠান, হরভজন সিং, সুরেশ রায়না, শিখর ধাওয়ান ও যুবরাজ সিং। এ প্রসঙ্গে গণমাধ্যমে টুর্নামেন্টের পাকিস্তান চ্যাম্পিয়নস দলের খেলোয়াড় আফ্রিদি বলেন, ‘আমরা এখানে (ইংল্যান্ডে) ক্রিকেট খেলতে এসেছি, ব্যক্তিগতভাবে কথা বলতে ও বন্ধুত্বপূর্ণভাবে আড্ডা দিতে এসেছি। তবে কখনও কখনও একজন বাজে লোক অন্য সবার সবকিছু নষ্ট করে দেয়।’ স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, শিখর ধাওয়ানই প্রথম পাকিস্তানি দলটির সঙ্গে খেলতে আপত্তি জানিয়ে আয়োজকদের চিঠি লেখেন। তাই ধারণা করা হচ্ছে, আফ্রিদির আঙুল শিখর ধাওয়ানের দিকেই। এর আগে গত এপ্রিলে ভারত-পাকিস্তানের যুদ্ধাবস্থার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তর্কে জড়ান ধাওয়ান।
Posted ৭:২১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh