বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫
ছবি : সংগৃহীত
আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজের সঙ্গে অনেক বছর ধরেই প্রেম করছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এরই মধ্যে তাদের ঘর আলো করে এসেছে দুই সন্তান। বর্তমানে তারা একসঙ্গে পাঁচ সন্তানের দায়িত্ব সামলাচ্ছেন। জর্জিনা-রোনালদোর বিয়ে কবে হবে তা নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহের কমতি নেই। সব জল্পনার অবসান ঘটিয়ে প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন পর্তুগিজ মহাতারকা।
ভক্তদের দীর্ঘ প্রতীক্ষা শেষ হলো জর্জিনার ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে। বাম হাতে হীরার আংটি পরে ছবি দিয়েছেন জর্জিনা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘Yes I do’। ধারণা করা হচ্ছে আংটির হীরাটি ৩৫ ক্যারটের। দাম হতে পারে মিলিয়ন ডলার।
২০১৬ সালে মাদ্রিদের এক বুটিক স্টোরে সেলস অ্যাসিস্ট্যান্ট ছিলেন জর্জিনা। সেখানেই প্রথম রোনালদোর সঙ্গে তার দেখা হয়। তখন থেকেই শুরু হয় সম্পর্ক। বাগদান প্রকাশ্যে আসার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দু, কবে এবং কোথায় হবে বিয়ে? এখন বিয়ের অনুষ্ঠানের অপেক্ষায় আছেন ভক্তরা।
Posted ৮:৩৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh