বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহত ২৪০০ ছাড়িয়েছে

বাংলাদেশ অনলাইন :   |   সোমবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৩

তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহত ২৪০০ ছাড়িয়েছে

ছবি : সংগৃহীত

তুরস্কের দক্ষিণাঞ্চল ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দুই হাজার ৪৫০ ছাড়িয়েছে। এর মধ্যে তুরস্কে এক হাজার ৬৫১ জন এবং সিরিয়ায় ৮১০ জন মারা গেছেন। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া শত শত মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। তুরস্ক ও সিরিয়া—উভয় দেশের ভূমিকম্পকবলিত এলাকায় অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা চলছে।

তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিকম্পে তুরস্কে এক হাজার ৬৫১ জন নিহত হয়েছেন। এ ছাড়া ১১ হাজার ১১৯ জন আহত হয়েছেন। এর আগে তুর্কি দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছিল, ভূমিকম্পে তুরস্কে ২ হাজার ৮৩৪টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ভূমিকম্পের পর তুরস্কে আরও ১২০টি আফটারশক রেকর্ড করা হয়েছে।


তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, ভূমিকম্পে তুরস্কের শহরগুলোর ‘ব্যাপক ধ্বংস’ হয়েছে। আশা করি এক সঙ্গে আমরা এ বিপর্যয় শিগগিরই কাটিয়ে উঠতে পারব। এদিকে, তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতায় বলেন, দুর্ভাগ্যবশত ভূমিকম্পের এই সংকটকালে আমরা কঠোর আবহাওয়ারও মোকাবিলা করছি।

গার্ডিয়ান জানায়, সিরিয়ার আলেপ্পো ও হামা শহর থেকে তুরস্কের দিয়ারবাকির পর্যন্ত উত্তর-পূর্বে ৩৩০ কিলোমিটারের বেশি বিস্তৃত আন্তঃসীমান্ত এলাকার ভবনগুলো ভূমিকম্পে ধসে পড়ার খবর পাওয়া গেছে। এর আগে স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে এ ভূমিকম্প দেশ দুটিতে আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৮। মার্কিন ভূতাত্ত্বিক জরিপের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি গাজিয়ানটেপ প্রদেশের নুরদাগি এলাকা থেকে ২৩ কিলোমিটার পূর্বে আঘাত হানে। এর গভীরতা ছিল ২৪ দশমিক ১ কিলোমিটার।


advertisement

Posted ১১:৫০ অপরাহ্ণ | সোমবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৩

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

85-59 168 Street, Jamaica, NY 11432

Tel: 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.