বাংলাদেশ অনলাইন : | শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫
মেসিকেই সেরা মানেন রিয়ালের নতুন তারকা ফ্রাঙ্কো মাস্তান্তুওনো। ছবি : সংগৃহীত
রিয়াল মাদ্রিদের নতুন তারকা ফ্রাঙ্কো মাস্তানতুনোর আত্মপ্রকাশের দিনই আলোচনায় চলে এলেন বার্সেলোনার কিংবদন্তি লিওনেল মেসি। আর্জেন্টাইন এই কিশোর ফুটবলারের মুখে মেসির প্রশংসা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে স্প্যানিশ সংবাদমাধ্যম পর্যন্ত।
১৮তম জন্মদিনে (১৪ আগস্ট) সান্তিয়াগো বার্নাব্যুতে আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদে যোগ দেন মাস্তানতুনো। উপস্থাপনা অনুষ্ঠানে সাংবাদিকরা তাকে প্রশ্ন করলেন—‘বিশ্বের সেরা ফুটবলার কে?’ বিন্দুমাত্র দ্বিধা না করেই উত্তর এলো, ‘আমি আর্জেন্টাইন, আর আমার জন্য বিশ্বের সেরা খেলোয়াড় লিওনেল মেসি। এর বেশি বলার কিছু নেই।’
তার এ মন্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে, আর রিয়াল মাদ্রিদের অনুষ্ঠান পরিণত হয় বার্সার সর্বকালের সেরা আইকনের প্রতি এক অপ্রত্যাশিত সম্মান প্রদর্শনে।
মাস্তানতুনোকে রিভার প্লেট থেকে আনা হয়েছে প্রায় ৬৩.২ মিলিয়ন ইউরোর চুক্তিতে, যা চলবে ২০৩১ সাল পর্যন্ত। তবে সেই বিশাল অঙ্কের চেয়েও বেশি আলোচনায় এসেছে মেসিকে সেরা বলার ঘটনাটি।
বার্সেলোনা সমর্থকদের জন্য এটি এক ধরনের ‘নিঃশব্দ জয়’। কারণ প্রতিদ্বন্দ্বী ক্লাবের নতুন প্রতিভা যখন ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম না নিয়ে মেসিকে বেছে নেন, তখন তা কাতালান ক্লাবের পরিচিতিকে আরও দৃঢ় করে। যদিও মেসিকে বেছে নেওয়ার পেছনে তার আর্জেন্টাইন পরিচয় বড় ভূমিকা রেখেছে, তবুও এই বক্তব্য প্রমাণ করে—ফুটবলে শ্রেষ্ঠত্ব মাপা হয় এখনো মেসির মানদণ্ডে, আর সেই মানদণ্ড গড়ে উঠেছিল বার্সেলোনার রঙে।
Posted ৮:১১ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh