বাংলাদেশ অনলাইন : | বুধবার, ১০ মে ২০২৩
মেসি। ছবি : সংগৃহীত
৯ মে (মঙ্গলবার) বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে বিভিন্ন ফরাসি সংবাদমাধ্যম খবর ছাপায়, ‘বিশাল অংকের’ অর্থে সৌদি আরবের একটি ক্লাবের সঙ্গে লিওনেল মেসির চুক্তি হয়ে গেছে। এ নিয়ে কাল দিনভর আলোচনা তুঙ্গে ছিল। কিন্তু গুঞ্জনকে উড়িয়ে দিলেন আর্জেন্টাইন মহাতারকার বাবা ও এজেন্ট হোর্হে মেসি।
মেসির বাবা জোর দিয়ে জানান, মৌসুম শেষ না হওয়া পর্যন্ত মেসির ভবিষ্যতের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। তিনি বলেন, ‘পরের মৌসুমের জন্য কোনো ক্লাবের সঙ্গে কোনোরকম চুক্তি হয়নি। পিএসজির হয়ে লিওনেল লিগ শেষ করার আগে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।’
হোর্হে আরও বলেন, ‘মৌসুম শেষ হলে এই ব্যাপারে বিশ্লেষণ করার এবং তারপর সিদ্ধান্ত নেওয়ার সময় হবে। সবসময়ই নানারকম গুজব থাকে…কিন্তু সত্য স্রেফ একটি। আমরা নিশ্চিত করতে পারি যে, কারো সঙ্গেই কোনো চুক্তি হয়নি। মৌখিকভাবে রাজি হওয়া, কোনো স্বাক্ষর করা বা সম্মত হওয়া-এমন কোনো কিছু হয়নি। মৌসুম শেষ না হওয়া পর্যন্ত কিছু হবেও না।’
এমন গুঞ্জনে কিছুটা চোটেও যান মেসির বাবা। তিতি অভিযোগ করে জানান, গণমাধ্যমে এমন কিছু লোক আছে যারা সচেতনভাবে এবং ইচ্ছাকৃতভাবে প্রতারণা করে, যারা তাদের দাবির প্রমাণ না দিয়ে কোনো বিদ্বেষপূর্ণ গুজবকে সংবাদে পরিণত করতে চায়।
এর আগে ২০২১ সালে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেন মেসি। যেখানে রেকর্ড ব্যালন ডি’অর জয়ীর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে চলতি মৌসুমে। যদিও অনেক দফায় চুক্তি নবায়নের খবর আলোচনা এলেও তা বাস্তবায়িত হয়নি। ইতোমধ্যে ফ্রান্সের বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে , প্যারিসে আর থাকার ইচ্ছা নেই রেমেসির এবং এরই মধ্যে ক্লাব কর্তৃপক্ষকে তা জানিয়েও দিয়েছেন তিনি। অনেকে আবার মেসির বার্সেলোনায় ফেরার সম্ভাবনা নিয়েও আলোচনা করছে।
অন্যদিকে ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ড ক্লাবের অনুমতি না নিয়ে গত সপ্তাহে স্বপরিবারে সৌদি আরব সফরে গিয়েছিলেন। দেশটির পর্যটনের শুভেচ্ছাদূত তিনি। ফরাসি গণমাধ্যমের খবর, ক্লাবের মানা সত্ত্বেও এশিয়ার দেশটিতে ভ্রমণ করায় মেসিকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করে পিএসজি। পরে নিজের দোষ স্বীকার করে ক্লাব ও সতীর্থদের কাছে ক্ষমা চান তিনি। সোমবার তার অনুশীলনে ফেরার কথা জানায় ক্লাব।
Posted ১১:৩৩ পূর্বাহ্ণ | বুধবার, ১০ মে ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh