বাংলাদেশ অনলাইন : | সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
ঢাকা-১৮ আসনের সাবেক এমপি মোহাম্মদ হাবিব হাসানের ছেলের শ্বশুরবাড়ি থেকে ১ কোটি ১৬ লাখ টাকা এবং বড় অঙ্কের বিদেশি মুদ্রাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ২২ সেপ্টেম্বর রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের ২৩ নম্বর রোডের ৭ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে যৌথ বাহিনী। সেখান থেকে দুটি গাড়িও জব্দ করা হয়। ২৩ সেপ্টেম্বর (সোমবার) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শাহজাদা খান সাজ্জাদ, তৌজিদুল ইসলাম ও সাইফুল ইসলাম। তাদের বরাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, অভিযান চালানো বাড়িটি সাবেক এমপি হাবিব হাসানের ছেলে আবির হাসান তামিমের শ্বশুরের। জব্দ টাকা, বৈদেশিক মুদ্রা ও গাড়ি দুটি হাবিব এবং তাঁর পরিবারের সদস্যরা ব্যবহার করতেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশের কাছে তথ্য আসে, ওই বাড়িতে পুলিশের বুলেটপ্রুফ জ্যাকেটসহ অস্ত্র-গুলি রয়েছে। এর ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টাকা, বৈদেশিক মুদ্রাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে তিনটি নেভি ব্লু রঙের বুলেটপ্রুফ জ্যাকেট, যার সামনে ও পেছনে ইংরেজিতে ‘পুলিশ’ লেখা এবং দুটি গাড়ি– ল্যান্ড ক্রুজার ও হ্যারিয়ার জব্দ করা হয়েছে।
উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হাসান বলেন, সাবেক এমপি হাবিব, তাঁর ছেলে আবির এবং গ্রেপ্তার তিন আসামিসহ তাঁর আত্মীয়স্বজনের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে পুলিশ। গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Posted ১০:৩১ অপরাহ্ণ | সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh