বাংলাদেশ অনলাইন : | বুধবার, ১৩ আগস্ট ২০২৫
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের নামে এসব ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়েছে বলে আইএসপিআর জানিয়েছে
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের কোনো ফেসবুক প্রোফাইল বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ব্যক্তিগত অ্যাকাউন্ট নেই এবং ভবিষ্যতেও এ ধরনের কোনো অ্যাকাউন্ট পরিচালনা করার পরিকল্পনা নেই। কিন্তু সম্প্রতি লক্ষ করা যাচ্ছে যে সেনাপ্রধানের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভুয়া প্রোফাইল খোলা হয়েছে এবং সেসব প্রোফাইল থেকে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে।
আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ১৩ আগস্ট (বুধবার) ‘বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া (ফেক) অ্যাকাউন্ট খোলা প্রসঙ্গে’ শীর্ষক এক বার্তায় এসব তথ্য জানিয়েছে।
অবস্থায় জনসাধারণ ও গণমাধ্যমকে এ ধরনের ভুয়া অ্যাকাউন্ট থেকে প্রচারিত তথ্যের মাধ্যমে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে আইএসপিআরের বার্তায়। একই সঙ্গে এ ধরনের বিভ্রান্তিমূলক কার্যক্রমের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে বলে জানানো হয়েছে।
Posted ১১:১০ অপরাহ্ণ | বুধবার, ১৩ আগস্ট ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh