নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
বক্তব্য রাখছেন শাহনেওয়াজ।
সম্প্রতি ম্যানহাটনে সন্ত্রাসীর গুলিতে নিহত বাংলাদেশি বংশোদ্ভূত এনওয়াইপিডির ডিটেকটিভ দিদারুল ইসলামকে গভীর শ্রদ্ধায় স্মরণ করলো বাংলাদেশ সোসাইটি। স্মরণসভায় দিদারুলের বাবাসহ পরিবারের সদস্য, এনওয়াইপিডির প্রতিনিধি, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য ও কার্যকরী কমিটির সদস্য, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষ উপস্থিত হয়েছিলেন।
অনুষ্ঠানে দিদারুলের সাহসিকতার বর্ণনা, তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। পরে শ্রদ্ধা নিবেদনে তার প্রতিকৃতিতে ফুল অর্পণ ও মোমবাতিও প্রজ্জলন করা হয়। গত ৬ আগস্ট বিকেলে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় আয়োজিত এই স্মরণসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।
ডিটেকটিভ দিদারুল ইসলামকে সম্মান জানানোর জন্য পরিবারের পক্ষ থেকে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তার বাবা আব্দুর রব কান্নাজড়িত কণ্ঠে তার সন্তানের মাগফেরাতের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহ নেওয়াজ বলেন, ডিটেকটিভ দিদার শুধু বাংলাদেশের নয়, পুরো আমেরিকার গর্ব। তার জন্য মতো একজন বীরের জন্য এমন অনুষ্ঠান আয়োজন করতে পারাও সম্মানের। সোসাইটিসহ কমিউনিটির মানুষজন তার পরিবারের পাশেই থাকবে। ডিটেকটিভ দিদারুল ইসলামের সতীর্থ পুলিশ কর্মকর্তারা বলেন, কাপুরুষ হামলাকারী পার্ক অ্যাভিনিউর বহুতল ভবনে ঢুকে রাইফেল থেকে এলোপাতাড়ি গুলি চালিয়ে সাধারণ মানুষকে হামলা করছিল। মানুষের প্রাণ বাঁচাতে দিদারুল তখন সাহসিতকার সঙ্গে জীবনের ঝুঁকি নিয়ে হামলাকারীকে থামাতে চেষ্টা করেন। বন্দুকধারীর গুলিতে দিদারুল নিহত হন। তিনি চাইলে নিজের প্রাণ বাঁচাতে পারতেন।
কিন্তু তিনিতো অন্যের প্রাণ বাঁচানোর ব্রত নিয়েছেন। তারা যে কোন প্রয়োজনে দিদারুলের পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ-সভাপতি কামরুজ্জামান কামরুল, সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ, পুলিশ কর্মকর্তাদের মধ্যে বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন বাপার সভাপতি সার্জেন্ট এরশাদুর সিদ্দিক ও সাধারণ সম্পাদক ডিটেকটিভ রাসেকুর মালিকসহ বাপার কার্যকরী কমিটির সদস্যরা, পুলিশ কর্মকর্তা সার্জেন্ট লতিফ, ডিটেকটিভ জামিল সারোয়ার প্রমুখ। কমিউনিটি এক্টিভিস্টদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাটর্নি মঈন চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টি সদস্য ফখরুল ইসলাম দেলোয়ার, কাজী সাখাওয়াত আজম, আহসান হাবীব ও নাঈম টুটুল, ইমাম কাজী কাইয়ুম, শাহ শহীদুল হক প্রমুখ।
অনুষ্ঠানে সদ্য প্রয়াত দিদারুলের রুহের মাগফেরাত কামনায় দোয়ার আয়োজনও করা হয়। দোয়া পরিচালনা করেন জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারের ইমাম কাজী কায়্যূম। পরে সন্ধ্যার পর শোকাহত উপস্থিতি দিদারুলের সম্মানে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
Posted ১২:৩৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh