জলি আহমেদ : | বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজেলা নরসিংদীর রায়পুরা। যুক্তরাষ্ট্রে বসবাসরত রায়পুরবাসীদের সংগঠন ‘আমরা বায়পুরবাসী’ বাংলাদেশ এসেম্বলি অফ ইউএসএর সহযোগিতায় ও উদ্বোধনে আনন্দঘন পরিবেশে এই বনভোজন হয়।
গত ১০ আগস্ট রোববার নিউইয়র্কের হেমস্টেড লেক স্টেট পার্কের মনোরম পরিবেশে আয়োজিত বনভোজনে মেতে ওঠেন রায়পুরবাসী ও অতিথিরা। বনভোজন এক মিলনমেলায় পরিণত হয়।
বনভোজনে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও র্যাফেল ড্রসহ নানা আয়োজন ছিল। ছিল উপাদেয় খাবার ও বারবিকিউ পার্টি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ এসেম্বলি অফ ইউএসএর সভাপতি শামীম হাসান ও সাধারণ সম্পাদক মো. ইসলাম (কলিম)। বনভোজনের আহবায়ক ছিলেন ইকবাল এ ভূঁইয়া, প্রধান সমন্বয়কারী মো. গোলাম মোস্তফা, সদস্য সচিব আতিকুর রহমান রফিক।
Posted ১২:১১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh