নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
ওয়েস্টচেস্টার কাউন্টির গ্লেন আইল্যান্ড পার্কে গত ১০ আগস্ট আয়োজন করা হয় বাংলাদেশি-আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশন ইন্ক (বাকা)-এর বার্ষিক বনভোজন। নিউইয়র্ক, নিউজার্সি, কানেকটিকাট ও পেনসিলভেনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুলসংখ্যক প্রবাসীর স্বতস্ফূর্ত অংশগ্রহণে বনভোজন প্রাঙ্গণ পরিণত হয়েছিল এক মহামিলনমেলায়। পার্কের ৪০০ আসনবিশিষ্ট ৩নং প্যাভিলিয়ন ছাড়াও বাইরের মাঠ ও গাছের ছায়ায় শত শত মানুষ বনভোজনের আনন্দ উপভোগ করেন।
সংগঠনের সভাপতি সারওয়ার চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ বদরুজ্জামান রুহেল ও সহ-সাধারণ সম্পাদক সোহেল আহমেদ-এর পরিচালনায় সারাদিনব্যাপী এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি আব্দুল হাসিম হাসনু ও সাবেক সভাপতি আহবাব চৌধুরী খোকন।
দিনের শুরুতে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সহ-সভাপতি ও বনভোজন উদযাপন কমিটির আহ্বায়ক ফয়সল আহমেদ। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল নানা ধরনের ব্যতিক্রমী আয়োজন। পুরুষ, মহিলা এবং শিশু-কিশোরদের জন্য ছিল আকর্ষণীয় খেলাধুলা, যার মাধ্যমে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলাধুলা পরিচালনার দায়িত্বে ছিলেন সংগঠনের সহ-সভাপতি মাকসুদা আহমেদ, আহমেদ ফয়সল, স্কুল ও সমাজসেবা সম্পাদক সালমা সুমী এবং ক্রীড়া ও বিনোদন সম্পাদক শাহ ইকবাল রাজু।
আপ্যায়ন পর্বের সার্বিক দায়িত্বে ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন লুকু, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ কামাল উদ্দিন, এমডি আলাউদ্দিন, অর্থ সম্পাদক মোহাম্মদ রনি এবং ক্রীড়া ও বিনোদন সম্পাদক শাহ ইকবাল রাজু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রায়হান জামান রানা।
অনুষ্ঠানে আগত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ জিল্লুর রহমান জিলু, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ-সভাপতি কামরুজ্জামান কামরুল, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মইনুল ইসলাম, সাধারণ সম্পাদক আতাউল গণি আসাদ, বিশিষ্ট রাজনীতিবিদ আবু সাঈদ আহমেদ, বিশিষ্ট রাজনীতিবিদ ও সাংবাদিক সৈয়দ ইলিয়াস খসরু, সৈয়দ এনাম আহমেদ, আব্দুর রব কাওসার, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট জুনেদ চৌধুরী, মাহবুবুল আলম মবু, বিশিষ্ট লেখক সোনিয়া কাদির, যুক্তরাজ্যস্থ গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ নেহাদুল ইসলাম শিপন, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট কাওসারুজ্জামান কয়েস, জে মোল্লা সানী, এনওয়াইপিডি লেফটেন্যান্ট বিলাল উদ্দিন, পার্কচেস্টার ব্রঙ্কস রিয়েলটির সালেহ উদ্দিন, বিশিষ্ট রিয়েলটর সেলিনা উদ্দিন, খলিল রহমান, বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট ময়েজ উদ্দিন লুলু, মাসুদ রহমান, সেবুল খান মাহবুব, আজাদুর রহমান, মখন মিয়া, এ ইসলাম মামুন, মুমিনুল ইসলাম, আনোয়ার জাহিদ, রেজা আব্দুল্লাহ, মানিক আহমেদ, জাবেদ আহমেদ, জামাল হোসেন, শাহীন কামালী, ইমরান আলী টিপু, সুমন দেব, মীর সারওয়ার আলী, খন্দকার বাকি, তৌফিক আলম, মোহাম্মদ ফটিক মিয়া, মোস্তাফিজুর রহমান মুস্তাক, আশরাফ খান, কামরুল ইসলাম, সাংবাদিক মুতাসিম বিল্লাহ তুষার, সিদ্দিকুর রহমান সুমন।
সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাকসুদা আহমেদ, কার্যকরী পরিষদ সদস্য রেহানুজ্জামান রেহান, সহ-সাধারণ সম্পাদক এমডি আলাউদ্দিন, শাহ কামাল উদ্দিন, অর্থ সম্পাদক মোহাম্মদ রনি, প্রচার ও গণসংযোগ সম্পাদক লিয়াকত আলী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রায়হান জামান রানা, স্কুল ও সমাজসেবা সম্পাদিকা সালমা সুমী, ক্রীড়া ও বিনোদন সম্পাদক শাহ ইকবাল রাজু, কার্যকরী পরিষদ সদস্য চৌধুরী মোমিত তানিম। আয়োজনের শেষ পর্যায়ে ছিল খেলাধুলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও আকর্ষণীয় র্যাফেল ড্র।
বাকার এই বার্ষিক বনভোজন প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
Posted ১২:১৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh