বাংলাদেশ অনলাইন : | রবিবার, ০৯ এপ্রিল ২০২৩
ছবি : সংগৃহীত
হিজাব না পরা নারীদের শনাক্ত করতে এবং শাস্তি দিতে প্রকাশ্য স্থানগুলোতে ক্যামেরা বসানোর কথা ভাবছে ইরানি কর্তৃপক্ষ। ক্রমবর্ধমান হারে নারীরা বাধ্যতামূলক ড্রেস কোড অমান্য করায় এই নতুন উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছে পুলিশ। পুলিশ বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, কেউ নিয়ম ভাঙলে তাকে একটি টেক্সট মেসেজ করে সতর্ক করা হবে।
এদিকে সূত্রের খবর, ইরানে অনেকে নারী তারা হিজাব ছাড়াই রাস্তায় বেরিয়ে পড়ছে। এতে নাকি সে দেশের ধর্মীয় ইমেজে আঘাত লাগছে। এর জের ধরেই এবার এই নয়া নজরদারি।
গত সেপ্টেম্বরে হিজাব ইস্যুতে আটকের পর পুলিশি হেফাজতে মৃত্যু হয় কুর্দি তরুণী মাহশা আমিনির। এরপর ইরান জুড়ে ছড়ায় উত্তেজনা। পোশাকের স্বাধীনতার দাবিতে নজিরবিহীন বিক্ষোভে উত্তাল হয় দেশটি। প্রতিবাদ ছড়ায় অন্য দেশেও। এর জেরে নৈতিকতা বিষয়ক পুলিশ বাতিল করা হলেও বহাল থাকে কঠোর হিজাব আইন।
Posted ২:০৭ অপরাহ্ণ | রবিবার, ০৯ এপ্রিল ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh