বাংলাদেশ অনলাইন : | বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হতে যাচ্ছে লাস ভেগাসে। একাধিক সূত্রের বরাত দিয়ে এমন খবরই জানিয়েছে ইএসপিএন। এই প্রথমবারের মতো ৩২ দলের পরিবর্তে ৪৮ দল নিয়ে বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে- যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। তবে ড্রয়ের ভেন্যু হিসেবে কানাডা ও মেক্সিকোর শহরগুলো বাদ পড়েছে, আর সেই জায়গায় চূড়ান্ত হয়েছে যুক্তরাষ্ট্রের লাস ভেগাস।
মেক্সিকোর পাচুকা ক্লাবের নির্বাহী পেদ্রো সেদিল্লো, যিনি বিশ্বকাপের অনুশীলন ক্যাম্পগুলোর ভেন্যু হিসেবে মেক্সিকোকে প্রচার করছেন, সম্প্রতি ইএসপিএনকে বলেছেন, “আমার যতটুকু মনে পড়ে, ৫ ডিসেম্বরই ড্র হওয়ার কথা। অথবা ডিসেম্বরের শুরুতে।”
তিনি আরও বলেন, “আমি জানতে পেরেছি ড্র হবে লাস ভেগাসে। আমরা সেখানে উপস্থিত থাকবো যাতে পাচুকা শহর, হিদালগো রাজ্য এবং আমাদের দুইটি স্টেডিয়াম নিয়ে তথ্য উপস্থাপন করতে পারি।” এর আগেও, ১৯৯৪ সালের বিশ্বকাপের ড্র হয়েছিল লাস ভেগাস কনভেনশন সেন্টারে। তবে এবার সেই ভেন্যু সহ শহরের অনেক অনুষ্ঠানস্থলই ৫ ডিসেম্বরের জন্য আগে থেকেই বুক করা রয়েছে।
লাস ভেগাসের ‘দ্য স্ফিয়ার’ যেটি ৫৪ হাজার বর্গমিটার স্ক্রিনসহ প্রায় ১৭,৫০০ দর্শক ধারণ করতে পারে- এই অনুষ্ঠান আয়োজনের সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচনায় ছিল। কিন্তু স্ফিয়ারের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র ইএসপিএনকে জানিয়েছে, ড্র অনুষ্ঠানটি সেখানে হচ্ছে না।
সব মিলিয়ে, আনুষ্ঠানিক ঘোষণা এখনো বাকি থাকলেও লাস ভেগাসই হতে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপ ড্রয়ের মঞ্চ, আর তারিখ ধরে নেওয়া হচ্ছে ৫ ডিসেম্বর।
Posted ৮:৪৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh