নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
গ্লোবাল ট্যুরস এন্ড ট্রাভেলস সকলের সেবায় নিয়োজিত রয়েছে দীর্ঘ ১৫ বছর যাবত। ট্রাভেল ব্যবসাকে বর্তমান সময়ের সাথে তাল মেলানোর জন্য গ্লোবাল ট্যুরস এন্ড ট্রাভেলসকে অনলাইন ট্রাভেল এজেন্সিতে রূপান্তরিত করা হয়েছে। এর ফলে প্রতিষ্ঠানটির সেবা সকলের হাতের মুঠোয় এসেছে এবং তাদেরকে এখন আর সময় নষ্ট করতে হবে না।
গ্লোবাল ট্যুরস এন্ড ট্রাভেলস অনলাইন এজেন্সি বা সংক্ষেপে OTA এর নাম হচ্ছে: www.globaltravelbd.com OTA’র মাধ্যমে বিশ্বের যে কোন প্রান্ত থেকে যে কেউ তাদের পছন্দের ফ্লাইটটি বুকিং দিতে এবং ক্রেডিট কার্ড অথবা ওয়ালেট ব্যালেন্সের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন । OTA’র মাধ্যমে বিশ্বের সকল ধরনের এয়ারলাইন্সের টিকেট সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। গ্লোবাল ট্যুরস এন্ড ট্রাভেলসের ওয়েবসাইটের মূল বৈশিষ্ট্যগুলো হচ্ছে: অন্যান্য এজেন্সি অন্যান্য, ওয়েবসাইট এবং এয়ারলাইন্স থেকে সাশ্রয়ী মূলে এয়ার টিকেট; নিজের পছন্দমত ফ্লাইট বুকিং করে নিজে টিকিট ইস্যু করার ক্ষমতা; হুইল চেয়ার এবং নিজের পছন্দমত খাবার চয়েস করা; সাশ্রয়ী মূল্যে এক্সট্রা লাগেজ ক্রয় করা; নিজের টিকেট নিজে রিফান্ড অথবা ডেট চেঞ্জ করা; এবং এর সাথে থাকছে ২৪/৭ লাইভ কাস্টমার সাপোর্ট।
এছাড়া তাদের সেবার মধ্যে আছে: যেকোনো দেশের টুরিস্ট ভিসা এবং স্টুডেন্ট ভিসা সার্ভিস; বিশ্বজুড়ে হোটেল বুকিং; ওমরাহ ভিসা এবং ওমরাহ প্যাকেজ (ভিসা, হোটেল বুকিং, ট্রান্সপটেশন, মুয়াল্লিম); মানি ট্রান্সফার (ক্যাশ, পিক-আপ, ব্যাংক ডিপোজিট, বিকাশ) নোটারি পাবলিক; কনস্যুলার সার্ভিস (নো ভিসা রিকোয়ার্ড Ñএনভিআর সিল), দ্বৈত নাগরিকত্ব, জন্ম নিবন্ধন সার্টিফিকেট, এমআরপি পাসপোর্ট)।
গ্লোবাল ট্যুরস এন্ড ট্রাভেলসের অনুষ্ঠান উপলক্ষে যারা ওয়েবসাইটে সাইনআপ এবং সর্বোচ্চ ১০ হাজার ডলার পর্যন্ত এয়ার টিকেট ক্রয় করলে ৩০০ ডলার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক এবং থাকছে সকল আকর্ষণীয় পুরস্কার এয়ার টিকেট, ল্যাপটপ, আইপ্যাড এবং ৩০০ ডলার ক্যাশ প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে।
Posted ১২:৩৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh