বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪
ছবি : এএফপি
কানপুর টেস্টের দুইদিন বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে পরিত্যক্ত হওয়ার পর সবাই ধরেই নিয়েছিল, এই ম্যাচ ড্রয়ের দিকেই যাচ্ছে। কারণ প্রথম দিনের ৩৫ ওভারের পর চতুর্থ ও পঞ্চম দিন হিসেব করলে কানপুর টেস্ট কার্যত পরিণত হয় আড়াই দিনে। এমন সুযোগ পেয়েও ভারতের বিপক্ষে লড়াই করতে পারেননি শান্তর দল। ঠিকই এই টেস্টের ফল বের করে দেখিয়েছে ভারত।
দ্বিতীয় ও শেষ টেস্টে ৯৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৭.২ ওভারে ৩ উইকেট হারিয়েই সেটা ছুঁয়ে ফেলে স্বাগতিকরা। ভারত ৭ উইকেটে দ্বিতীয় টেস্ট জেতায় দুই ম্যাচের সিরিজে বাংলাদেশ ২-০ তে হোয়াইটওয়াশ হয়েছে। এর আগে চেন্নাই টেস্টেও সফরকারীদের হারতে হয়েছিল ২৮০ রানের বড় ব্যবধানে। টেস্টে ক্রিকেটের ইতিহাসে এ নিয়ে পঞ্চমবার ভারতের কাছে ধবলধোলাই হলো বাংলাদেশ।
কানপুর স্টেডিয়ামে রেকর্ড রানতাড়া করে জিততে হতো ভারতকে। তবে ভারতের জন্য সেই রেকর্ডটাও আহামরি কিছু ছিল না। গ্রিন পার্কে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪৬ রানে অলআউট হয় বাংলাদেশ। এতে মাত্র ৯৫ রানের লক্ষ্য পায় ভারত। এই মাঠে এর আগে সর্বোচ্চ রানতাড়ার রেকর্ড ৮২। এবার ৯৫ রান তাড়া করে ম্যাচ জিতে নতুন রেকর্ড করেছে ভারত।
Posted ৩:০৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh