বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০২৩
ছবি : সংগৃহীত
কাতারের লুসাইলে ৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়োৎসব মাঠে বসে দেখেছেন নোভাক জোকোভিচ। সেদিন আর্জেন্টিনাকে সমর্থন দিয়েছিলেন তিনি। লিওনেল মেসিরা সেদিন ফাইনাল জিতে যে গান গেয়েছিলেন। কাল অস্ট্রেলিয়ান ওপেন জিতে তিনিও সেই ‘মুচাচোস’ গানটি। আর্জেন্টাইন সংবাদকর্মীর অনুরোধে আনন্দের সঙ্গেই গানটি গেয়েছেন সার্বিয়ান তারকা।
স্প্যানিশ টিভি নেটওয়ার্ক ‘কুয়াত্রো’র অনলাইন সংস্করণ ও আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’ জানিয়েছে, ছেলেদের গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ডে রাফায়েল নাদালকে ছুঁয়ে ফেলার পর মেসিদের এভাবেই স্মরণ করেছেন র্যাঙ্কিংয়ে শীর্ষ এ তারকা। স্প্যানিশ ভাষাতেই গানটি গেয়েছেন, কোনো পঙ্ক্তিতে আটকে গেলে সাহায্য করেছেন আর্জেন্টাইন সেই সংবাদকর্মী।
কাতার বিশ্বকাপে মেসি–আলভারেজদের মুখে এই গান শোনা গেছে। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের পর স্টেডিয়ামের গ্যালারিতেও এ গানে গলা মিলিয়েছেন দর্শক। বিশ্বকাপ ফাইনাল জয়ের পর লুসাইলের গ্যালারিতেও মেসিদের সঙ্গে এ গানে সুর মিলিয়েছেন আর্জেন্টিনার সমর্থক।
লুসাইলে মেসিদের হাতে শিরোপা দেখার পর জোকোভিচ বলেছিলেন, ‘আমি সত্যিই নিজেকে ভাগ্যবান মনে করছি। দারুণ একটা ফাইনাল দেখলাম। রোমাঞ্চকর ম্যাচ। সবচেয়ে ভালো লেগেছে মেসি যেভাবে কাপ জিতল। যেভাবে তাদের দেশে বরণ করে নেওয়া হলো।’
Posted ১১:৪৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh