ক্রীড়া ডেস্ক : | রবিবার, ০৪ অক্টোবর ২০২০
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ মুশফিকুর রহীম জাতীয় দূত হিসেবে ইউনিসেফের সঙ্গে যোগ দিচ্ছেন। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ বাংলাদেশ জাতীয় দূত হিসেবে মুশফিকের নাম ঘোষণা করে। তিনি সারা দেশে শিশুদের অধিকার প্রচারের জন্য ইউনিসেফের সঙ্গে যোগ দিচ্ছেন।
ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি টোমো হোযুমি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মুশফিকুর রহীম জাতীয় দূত হিসেবে ইউনিসেফে যোগদান করায় আমরা তাকে আন্তরিক অভ্যর্থনা জানাতে চাই। শিশু অধিকারের প্রতি দৃঢ় প্রতিশ্রুতির পাশাপাশি তার সম্মান, মেধা ও উপস্থিতি দিয়ে তিনি সারা বাংলাদেশের মানুষের হৃদয় ও মনে জায়গা করে নেবেন।’
শিশুদের অধিকার নিয়ে কাজ করবেন বলে জানিয়ে মুশফিক বলেন, ‘শিশু অধিকার এবং ইউনিসেফের কাজ- দু’টোই আমার হৃদয়ের খুব কাছাকাছি এবং নিজের কথাগুলো ছড়িয়ে দিতে এটি আমার জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। একজন ক্রিকেট খেলোয়াড় এবং একজন বাবা হিসেবে আমি শিশুদের জন্য, বিশেষ করে সবচেয়ে ঝুঁকির মুখে থাকা শিশুদের জন্য ইতিবাচক পরিবর্তন আনার জন্য মানুষকে একত্রিত করতে যথাসাধ্য চেষ্টা করবো।’
Posted ১২:৪৩ অপরাহ্ণ | রবিবার, ০৪ অক্টোবর ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh