বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
ছবি : সংগৃহীত
দুই কন্যার পর এবার পুত্র সন্তানের বাবা হয়েছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। যুক্তরাষ্ট্রের সময় গত ১৫ মার্চ (সোমবার) সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ঘর আলো করে তৃতীয় সন্তানের জন্ম হয়। তৃতীয় সন্তান ভূমিষ্ঠের পর ছেলে এবং মা দুজনেই সুস্থ রয়েছেন। পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সন্তান সম্ভাব্য স্ত্রীর পাশে থাকার জন্য নিউজিল্যান্ড সফরে থাকবেন না বলে বিসিবির কাছ থেকে ছুটি নিয়েছিলেন সাকিব। বেশ কিছুদিন আগেই মা’কে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বিশ্বসেরা অলরাউন্ডার।
২০১২ সালের ১২ ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সাকিব ও শিশির। অনেক বছর ধরে শিশিরের পরিবার স্থায়ী যুক্তরাষ্ট্রে। ২০১৫ সালের ৮ নভেম্বর এই দম্পতির প্রথম সন্তানের জন্ম হয়েছিল নিউইয়র্কে।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলে সাকিব তখন ছিলেন যুক্তরাষ্ট্রের পথে। দুবাইয়ে বসেই পেয়েছিলেন বাবা হওয়ার খবর। এবার স্ত্রীর পাশে থাকার জন্য বেশ কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলেন সাকিব।
Posted ৪:২২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh