ক্রীড়া ডেস্ক : | রবিবার, ০৯ আগস্ট ২০২০
বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির জার্সি, বল, গ্লোভস ও বুট– এসব নিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে আগ্রহ থাকাটাই স্বাভাবিক। কিন্তু এবার সংবাদ শিরোনামে এলো মেসির ব্যবহার করা তোশক! এর পেছনে অবশ্য যথেষ্ট কারণও রয়েছে। বলা হয়েছে– এটি আর সব সাধারণ তোশক নয়, এটি মহামারী করোনাভাইরাস মারতে সক্ষম। তোশকটির প্রস্তুতকারক সংস্থা টেকমুন এমনটিই দাবি করেছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, টেকমুন দাবি করেছে– করোনার থেকেও পাঁচ গুণ ছোট জীবাণুনাশক কণা ব্যবহার করে এই তোশক তৈরি করা হয়েছে। এই প্রতিরোধ ব্যবস্থার নাম দেয়া হয়েছে ‘ভাইরাক্লিন’। তোশকটির সুতোয় থাকা অতি সুক্ষ্ম কণা চার ঘণ্টার মধ্যে ৯৯.৮৪ শতাংশ করোনার জীবাণু মারতে সক্ষম। আর শুধু মেসিকেই নয়, আরেক আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো ও অ্যাটলেটিকো মাদ্রিদ মিডফিল্ডার সল নিগেজকেও সংস্থাটি এই তোশক উপহার দিয়েছে।
নিগেজ এই তোশক প্রস্তুতকারক সংস্থার ব্র্যান্ড আম্বাসাডর। তিনি বলেন, তোশকটি করোনা থেকে সুরক্ষায় কতটুকু কার্যকর তা অবশ্য গবেষণার দাবি রাখে। তবে এই তোশকে শরীর এলিয়ে দিলেই তাড়াতাড়ি ঘুম চলে আসে আমার। তথ্যসূত্র : মার্কা, সৌদি২৪নিউজ
Posted ৯:২৮ পূর্বাহ্ণ | রবিবার, ০৯ আগস্ট ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh