বাংলাদেশ অনলাইন ডেস্ক : | মঙ্গলবার, ০৬ এপ্রিল ২০২১
টেক্সাসে একই পরিবারের ৬ বাংলাদেশির মরদেহ উদ্ধার। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের টেক্সাসে একই পরিবারের ৬ সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। মা, বাবা, বোন ও নানিকে হত্যার পর ওই পরিবারের দুই সন্তান আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। স্থানীয় সময় সোমবার লাশগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- ১৯ বছর বয়সী যমজ ভাই-বোন ফারহান তৌহিদ ও ফারবিন তৌহিদ, বড় ভাই তানভীর তৌহিদ (২১), মা আইরিন ইসলাম (৫৬), বাবা তৌহিদুল ইসলাম (৫৪), তানভীর তৌহিদের নানি আলতাফুন্নেসা (৭৭)।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পরিবারের ছয় সদস্যের মধ্যে দুই ভাই অন্য চার সদস্যকে হত্যা করেন এবং তারপর নিজেরা আত্মহত্যা করেন।
পারিবারিক সূত্র ধরে স্থানীয় পুলিশ জানায়, এ ঘটনার জন্য দায়ী পরিবারের সর্বকনিষ্ঠ দুই ভাই। পরিবারের বাকিদের মেরে ফেলার পর আত্মহত্যা করে ফারহান ও ফারবিন। দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন তারা। ঘটনার আগে ইনস্টাগ্রামে দীর্ঘ সুইসাইড নোট পোস্ট করেছে ফারহান। নবম শ্রেণি থেকে হতাশা আর বিষণ্ণতার বিরুদ্ধে লড়াই করছে বলে জানায় সে।
Posted ৪:২৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৬ এপ্রিল ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh