বাংলাদেশ অনলাইন ডেস্ক : | রবিবার, ০১ নভেম্বর ২০২০
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ১৮টি নির্বাচনী র্যালি থেকে প্রায় ৩০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এই র্যালিগুলোতে অংশ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭০০ জনের বেশি মানুষ। মার্কিন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ‘দ্য এফেক্টস অব লার্জ গ্রুপ মিটিং অন দ্য স্প্রেড অব কোভিড-১৯ : দ্য কেস অব ট্রাম্প র্যালিস’ শীর্ষক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।
গবেষণাটিতে জুনের ২০ তারিখ থেকে সেপ্টেম্বরের ২২ তারিখ পর্যন্ত হওয়া ট্রাম্পের ১৮টি নির্বাচনী র্যালি পর্যবেক্ষণ করা হয়েছে।
এই গবেষণা দলের সদস্যরা বলেন, বড় জনসমাবেশে করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে জনস্বাস্থ্য কর্মকর্তাদের যে সতর্ক বার্তা এবং শঙ্কা ছিল আমাদের বিশ্লেষণও দৃঢ়ভাবে সেটিকে সমর্থন করছে। ট্রাম্পের র্যালিগুলো যে সব কমিউনিটিতে হয়েছে সেখানকার মানুষদের কে চরম মূল্য দিতে হয়েছে।
এদিকে এই গবেষণার কথা উল্লেখ করে একটি টুইট বার্তায় ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন বলেছেন যে, প্রেসিডেন্ট ট্রাম্প আপনাদের কথা ভাবেন না। এমনকি সে তার নিজের সমর্থকদের কথাও ভাবেন না।
করোনায় আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে বিশ্ব তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডও মিটারের তথ্য অনুযায়ী- যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৯৪ লাখ ২ হাজার ৫৯০ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ লাখ ৩৬ হাজার ৭২ জন।
Posted ১১:১৮ পূর্বাহ্ণ | রবিবার, ০১ নভেম্বর ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh