ক্রীড়া ডেস্ক : | শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০
টি-টোয়েন্টি টুর্নামেন্টে কাঙ্ক্ষিত ক্রিকেটার সাকিব আল হাসান। খেলেছেন বিশ্বের সবগুলো শীর্ষ ফ্র্যাঞ্চাইজি লীগেই। শ্রীলঙ্কা ক্রিকেটও তাদের নতুন আসরের শুরু থেকেই সাকিবকে চায়। লঙ্কা প্রিমিয়ার লীগের (এলপিএল) নিলামে ১৫০ বিদেশী ক্রিকেটারের সঙ্গে নাম রয়েছে সাকিবের।
আগামী ১ অক্টোবর এলপিএলের নিলাম। সাকিবের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে ২৯ অক্টোবর। বিদেশি তারকা ক্রিকেটারদের মধ্যে সাকিব ছাড়াও রয়েছেন ক্রিস গেইল, শহীদ আফ্রিদি, ড্যারেন স্যামিরা।
পাঁচ দলের এলপিএল মাঠে গড়ানোর কথা ছিল আগস্টে। কিন্তু শ্রীলঙ্কা সরকার বিদেশি ক্রিকেটারদের ১৪ দিনের কোয়ারেন্টাইন নিয়ম শিথিল না করায় পিছিয়ে যায় আসরটি। এলপিএল শুরুর নতুন তারিখ ১৪ই নভেম্বর।
পাঁচ দলের এই আসরে মোট ম্যাচ হবে ২৩টি। প্রতিটি দল নিতে পারবে ৬ জন করে বিদেশী ক্রিকেটার। বাংলাদেশ দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাবেন সাকিব আল হাসান। সবকিছু ঠিক থাকলে খেলবেন তিন ম্যাচ সিরিজের শেষের দুই টেস্ট। আর দল পেলে এলপিএল খেলার জন্য থেকে যাবেন দ্বীপরাষ্ট্রটিতে।
Posted ৬:০১ পূর্বাহ্ণ | শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh