বাংলাদেশ অনলাইন : | সোমবার, ১৭ জুলাই ২০২৩
ছবি : সংগৃহীত
টেনিস কোর্টের কিংবদন্তি নোভাক জোকোভিচকে হারিয়ে এবারের উইম্বলডন চ্যাম্পিয়ন হলেন ২০ বছর বয়সী কার্লোস আলকারাজ। শুরুর ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়ান তিনি। জিতে নেন পরপর দুই সেট। সার্বিয়ান তারকা জোকোভিচও সহজে ছাড়ার নন, চতুর্থ সেট জিতে ম্যাচ টেনে নেন শেষ সেটে। তবে সেখানে আর পারলেন না তিনি। অসাধারণ জয়ে উইম্বলডনে চ্যাম্পিয়ন হন তরুণ স্প্যানিশ তারকা।
পাঁচ সেটের লড়াইয়ে জোকোভিচকে হারিয়ে নিজের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতে নেন স্পেনের এ খেলোয়াড়। মাস দেড়েক আগেই ফরাসি ওপেনের সেমিফাইনালে জোকোভিচের কাছে হেরেছিলেন তিনি। সেই হারের বদলা নিলেন আলকারাস। এদিকে টানা চার বার জেতার পরে পঞ্চম বারে হারতে হল জোকোভিচকে।
টান টান লড়াইয়ে পাঁচ সেটে খেলা গড়ালেও যে মানের টেনিস তাদের কাছে আশা করা হয়েছিল, তা দেখা গেল না। ঘাসের কোর্টে শরীরের নিয়ন্ত্রণ ধরে রাখতে সমস্যা হচ্ছিল দুই খেলোয়াড়েরই। বেশি সমস্যায় পড়েন জোকোভিচ। গোটা ম্যাচে অন্তত চার বার পিছলে পড়েন তিনি। তাতে বড় চোট লাগতে পারত তার। পড়লেন আলকারাসও। বাতাসের জন্যও সমস্যা হচ্ছিল। এই প্রতিবন্ধকতা বেশি ভোগাল জোকোভিচকে। শেষ পর্যন্ত ৪ ঘণ্টা ৪২ মিনিটের লড়াইয়ে ১-৬, ৭-৬ (৮-৬), ৬-১, ৩-৬, ৬-৪ গেমে ৩৬ বছরের জোকোভিচকে হারালেন ২০ বছরের আলকারাস।
২৩টি গ্র্যান্ড স্লাম শিরোপার প্রথমটি যখন জেতেন নোভাক জোকোভিচ, কার্লোস আলকারাসের বয়স তখন ৩ মাস কম ৫ বছর। ওই বয়সেই টিভিতে টেনিস দেখতেন। একবার উইম্বলডনের ফাইনাল দেখে ‘আমিও একদিন এখানে ফাইনাল খেলব’—এমন স্বপ্ন দেখেছিলেন। সে স্বপ্ন এখন সত্যি আলকারাসের।
Posted ১১:০৪ পূর্বাহ্ণ | সোমবার, ১৭ জুলাই ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh